Skip to main content

এমিনেম এখন পর্যন্ত পৃথিবীর সবচেয়ে বড় র‍্যাপার - BANGLA BEAT

মার্শাল ব্রুশ মাদারস (Marshall Bruce Mathers) জন্ম ১৭ই অক্টোবর, ১৯৭২ সালে। তার মঞ্চ নাম হল - এমিনেম (Eminem), একজন আমেরিকান ইংরেজি র‍্যাপার, রেকর্ড প্রযোজক এবং অভিনেতা।

এমিনেম অতি তাড়াতাড়ি বিখ্যাত হয়ে যান তার দ্বিতীয় অ্যালবাম (The Slim Shady LP) দিয়ে যা গ্রেমি পুরস্কার পেয়েছিল বেস্ট র‍্যাপার অ্যালবাম হিসেবে। এরপরের অ্যালবাম (The Marshall Mathers LP) আমেরিকার সঙ্গীত ইতিহাসের মধ্যে সবচেয় তাড়াতাড়ি বিক্রিত অ্যালবাম হিসেবে খ্যাতি অর্জন করে।


(এমিনেম)


এমিনেমের একটা গ্রুপ রয়েছে যার নাম হল D12। এমিনেম বিশ্বের অন্যতম সেরা এলবাম বিক্রি হওয়া শিল্পী এবং ২০০০-১০ এর সেরা এলবাম বিক্রি হওয়া শিল্পী। তাকে কালের অন্যতম সেরা শিল্পী হিসেবে তালিকাভুক্ত করা হয়। অনেক ম্যাগাজিন তাকে এই তালিকায় স্থান দিয়েছে এবং রোলিং স্টোন ম্যাগাজিন তাকে ৪ নং স্থান দিয়েছে সেরা ১০০ জন এর তালিকায়। ঐ ম্যাগাজিন ই তাকে উপাধিটি দিয়েছে।

D12 এর সাথে তার Bad Meets Evil কাজটি সহ তিনি ১০টি ১ম স্থান অধিকারি অ্যালবাম পেয়েছেন Billboard 200 এ। তিনি ৪০কোটি ২০ লক্ষ গান বিক্রি করেছেন এবং প্রায় ৪০ কোটি ১৫ লক্ষ এলবাম বিক্রি করেছেন বিশ্বব্যাপী।তার প্রথম অ্যালবাম ইনফিনিটি ১৯৯৬ সালে বের হয়।কিন্তু অ্যালবামটি মাত্র ১০০০ কপি বিক্রি করতে সক্ষম হয়।তবে তার অসাধারন লিরিকের জন্য অনেক প্রশংসা পায়।

তবে অনেকে তাকে র‍্যাপ করতে নিষেধ করে।এবং অনেকে এমন মন্তব্যও করে যে "তুমি কি নিয়ে র‍্যাপ করবে। তুমিতো সাদা আমেরিকান"।কিন্তু এমিনেম কারও কথায় কান দেয় নি।পরে দ্যা স্লিম শেডি ইপি নামে একটি অ্যালবাম বাজারে অানে।র‍্যাপ অলিম্পিকে ২য় হওয়ায় ড.ড্রে তার সাথে যোগাযোগ করে।এবং দ্যা স্লিম শেডি এলপি নামে তার ২য় ও প্রথম সফল অ্যালবাম বাজারে আনে ১৯৯৯ সালে।

অ্যালবামটি প্রথম সপ্তাহে ২৮৪০০০ কপি বিক্রি করে।এবং অ্যালবামটি ২০০০ সালের গ্রামিতে শ্রেষ্ঠ র‍্যাপ অ্যালবামের ক্যাটাগরিতে পুরষ্কৃত হয়।একই অ্যালবামের জনপ্রিয় একক গান মাই নেইম ইজ সেরা একক গানের ক্যাটাগরিতে পুরষ্কৃত হয়।তার পরের অ্যালবাম হল দ্যা মার্শাল মেদারস এলপি।এটি আমেরিকার সঙ্গিত ইতিহাসের সবচেয়ে দ্রুত বিক্রিত অ্যালবাম।প্রথম সপ্তাহে ১৭৬০০০০ কপি বিক্রি করে।

আরো পড়ুনঃ

বেশ ভালোই সাড়া পাচ্ছেন Opu আর Bangy - Bangla Beat

নায়িকার ঘড়ি কত দামে কেনা খবর ছাপছে পত্রিকা -গালিবয় রানা Bangla Beat

Gully Boy Rana Dedicates New Track to Buet’s Abrar


Like Our Facebook Page




Comments

Popular posts from this blog

একজন -এ নিজেকে বেশ ভালো ফুটিয়ে তুলেছেন নাসিম শাহ

সম্প্রতি SR101 Music এর ব্যানারে মুক্তি পেয়েছে একজন শিরোনামের একটি গান। গানটি মূলত একটি বাস্তব ঘটনার উপর নির্ভর করে বানানো হয়েছে তবে কার সাথে ঘটেছে এই হৃদয়বিদারক ঘটনা টি তা জানা যায় নি। গানটি তে C-Let এর র‍্যাপের সাথে সুর দিয়েছেন সিলেটের জগন্নাথপুরের এক উদীয়মান তরুণ শিল্পী নাসিম শাহ। নাসিমের গান শেখা মূলত তার চাচার কাছ থেকে। তার চাচা শাহ জামাল তাকে হাতে ধরে গান শিখিয়েছেন আর অনুপ্রেরণা পেয়েছেন বাবার কাছ থেকে। এ বিষয়ে নাসিমের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আমার একমাত্র চাচা শাহ জামাল আমাকে গান শিখিয়েছেন আর আমার বাবা আমাকে কখনো নিরুৎসাহিত করেন নি ছোট বেলা থেকেই আমি ফ্রিডম পেয়েছি গানের ব্যাপারে আমার পরিবার থেকে তাই আজকে আমি যতটুকু সফল হয়েছি বা কাজ পাচ্ছি সব আমার পরিবারের জন্য তারা যদি আমাকে সাপোর্ট না করতো আমি হয়তো এই পর্যন্ত আসতে পারতাম না। একজন শিরোনামের গানটি সিলেটের সুনামধন্য মিউজিক লেবেল SR101 Music এর ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে গানটি তে এখন পর্যন্ত ৭০ হাজারেরও বেশি মানুষ দেখেছে। এছাড়াও গানটিতে মডেল হিসেবে ছিলেন Rhythmsta ও Aanfi সব মিলিয়ে গানটি অসাধারণ হয়েছে নাসিম বলেন, আপনারা

Viral শব্দের যখন জন্ম হয়নি তখন থেকে আমি Viral- C-Let

গত ২৮ এপ্রিল মুক্তি পায় বহুল আলোচিত গান ওউ ল' সাইফার গানটি ফকির লাল মিয়াকে ডিস করে বানানো হয়েছে, বেশ কিছু দিন আগে ফকির লাল মিয়ার একটা গান মুক্তি পেয়েছিলো "ছাতক সাইফার" শিরনামে সেই গানে সিলেটের জনপ্রিয় হিপহপ ক্রো'র CEO C-Let Ahmed -কে খোচা দিয়ে বেশ কিছু লাইন রেখেছিলেন ফকির লাল মিয়া ও তার সাথের জুনিয়র আর্টিস্টরা। পাল্টা জবাবে C-Let বের করেছেন তার নতুন গান ওউ ল' সাইফার। এর আগেও C-Let ও লাল মিয়ার অনেক বিফ বের হয়েছিলো আর এটাকে কেন্দ্র করে লাল মিয়ার ফ্যানরা বলছেন C-Let শুধু মাত্র ভাইরাল হওয়ার জন্য লাল মিয়াকে ডিস করে। এটার জবাবে BD Hip-Hop এ জনপ্রিয় মুখ, নাজমুল হুদার সঞ্চালনায় "O Yea Bangladesh" এর ইন্টারভিউ অনুষ্ঠানে এসে C-Let বলেছেন, ভাইরাল শব্দটার তখন জন্ম-ই হয়নি যখন আমি ভাইরাল হয়েছিলাম। আমার 'মা' গান তার উদাহারণ আমি ফকির লাল মিয়াকে ভাইরাল হওয়ার জন্য ডিস করিনা কখনো। তিনি আরো বলেন, যখন তারা 'ছাতক সাইফার' রিলিজ করেছিলো আমি বাংলাদেশে ছিলাম, তখন আমার জীবনে পারিবারিক ও ব্যক্তিগত অনেক সমস্যা চলছিলো আমি মানসিক ভাবে ভেঙ্গে পড়েছিলাম গানটি শুনে এম

নবাব শেখ এর কন্ঠে মারজুক রাসেলের দুলাভাই - Bangla Beat

বাংলা র‍্যাপ এক সময় অনেক পিছিয়ে ছিলো তবে যত দিন যাচ্ছে ততই বাংলা র‍্যাপ যেন মুখ তুলে দাড়াচ্ছে। এখন সিনেমা কিংবা নাটকে বাংলা র‍্যাপ খুব ভালো ভাবে জড়িয়ে গেছে। বাংলাদেশের র‍্যাপারদের সু'দিন এসেছে বাংলা র‍্যাপ অনেক এগিয়েছে। এরই ধারায় গত ৫ মে মুক্তি পেয়েছে মারজুক রাসেলের অভিনীত নাটক ঠেলার নাম দুলাভাই। এই নাটকে মারজুকের সাথে প্রধান চরিত্রে ছিলেন মুকিয় জাকারিয়া ও চাষী আলম। ইউটিউবে বেশ সাড়া ফেলেছে এই নাটক, তবে এই নাটক নিয়ে বাংলা র‍্যাপ পাড়ায় অনেক বেশি তোলপাড় তৈরি হয়েছে কারন এই নাটকে সময়ের জনপ্রিয় র‍্যাপার নবাব শেখ আশরাফ এর র‍্যাপ গান রয়েছে, যেটির শিরোনাম-ই দুলাভাই। নবাব এর এই প্রথম কোনো গান বাংলা নাটকে ব্যবহার করা হয়েছে তবে এর আগে বাংলা সিনেমা থেকেও তাকে অফার করা হয়েছিলো গান গাওয়ার জন্য কিন্তু তিনি কোনো এক কারনে সেটা করেননি। এবার নাটকে প্রকাশ করা হয়েছে তার গান, এই সম্পর্কে তাকে জিজ্ঞেস করা হলে নবাব বলেন, আমি সত্যি অনেক সপ্ন ছিলো একটা ভালো যায়গায় আমার গান'কে নিয়ে যাওয়ার জন্য আর এটা পূরন হওয়ায় আমি অনেক খুশি আর এই খুশি আমাকে নতুন ভাবে আরো ভালো ভালো কাজ করার জন্য অনুপ্রেরণা দিবে। আমাক