Skip to main content

Gully Boy Rana Dedicates New Track to Buet’s Abrar

The Music Hiphop Police, Dedicated to the recently murdered Buet (Bangladesh University of Engineering and Technology) student Abrar Fahad

Popular Bangladeshi rapper Rana Mridha, commonly known as the Dhakaiya Gully Boy, released on Friday a new track titled ‘Hiphop Police’, dedicated to the recently murdered Buet (Bangladesh University of Engineering and Technology) student Abrar Fahad. The music video was published on the official YouTube channel of Rana’s lyricist and composer Mahmud Hasan Tabib, who also performed with Rana in the video.

                 (GullyBoy Rana And Tabib Mahmud)

A photo of Abrar, along with a caption reading “Abrar Fahad is still alive in our freedom of speech”, is shown at the start of the video. 
The subject matter of ‘Hiphop Police’ spans recent heinous murders and the corruption being reported in newspapers everyday.
Tabib recently told the press: “Music plays an important part in changing our society and I think hip hop plays an enormous role among all the genres. It cannot just send a message, it must create the sense of right and wrong among its listeners. And we want to move forward keeping that in mind.” Previous work of Rana's describing the stark realities of living as a child on the streets of Dhaka made him a social media sensation back in May. He's so-far released three rap videos, with each of the songs written by Mahmud Hasan Tabib from Dhaka University's Department of Arabic Language and Literature.

                                            (Abrar Fahad, BUET Student)

Abrar, a second-year student of electrical and electronic engineering at Buet, was beaten to death by several leaders and activists in the Buet unit of the Bangladesh Chhatra League, the student wing of the ruling Awami League, on October 7.
The Chhatra League orchestrated the attack because it suspected that Abrar had some connection with the Islami Chhatra Shibir, the student wing of Jamaat-e-Islami. That connection is yet to be proven. 
Abrar’s father Barkat Ullah formally accused 19 Buet students of murder at Chawkbazar police station on October 7, in the evening. On Friday, the Buet authorities suspended the studentship of the 19 accused.
Song: Hip Hop Police

©Bangla Beat 2018-20  

Comments

Popular posts from this blog

একজন -এ নিজেকে বেশ ভালো ফুটিয়ে তুলেছেন নাসিম শাহ

সম্প্রতি SR101 Music এর ব্যানারে মুক্তি পেয়েছে একজন শিরোনামের একটি গান। গানটি মূলত একটি বাস্তব ঘটনার উপর নির্ভর করে বানানো হয়েছে তবে কার সাথে ঘটেছে এই হৃদয়বিদারক ঘটনা টি তা জানা যায় নি। গানটি তে C-Let এর র‍্যাপের সাথে সুর দিয়েছেন সিলেটের জগন্নাথপুরের এক উদীয়মান তরুণ শিল্পী নাসিম শাহ। নাসিমের গান শেখা মূলত তার চাচার কাছ থেকে। তার চাচা শাহ জামাল তাকে হাতে ধরে গান শিখিয়েছেন আর অনুপ্রেরণা পেয়েছেন বাবার কাছ থেকে। এ বিষয়ে নাসিমের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আমার একমাত্র চাচা শাহ জামাল আমাকে গান শিখিয়েছেন আর আমার বাবা আমাকে কখনো নিরুৎসাহিত করেন নি ছোট বেলা থেকেই আমি ফ্রিডম পেয়েছি গানের ব্যাপারে আমার পরিবার থেকে তাই আজকে আমি যতটুকু সফল হয়েছি বা কাজ পাচ্ছি সব আমার পরিবারের জন্য তারা যদি আমাকে সাপোর্ট না করতো আমি হয়তো এই পর্যন্ত আসতে পারতাম না। একজন শিরোনামের গানটি সিলেটের সুনামধন্য মিউজিক লেবেল SR101 Music এর ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে গানটি তে এখন পর্যন্ত ৭০ হাজারেরও বেশি মানুষ দেখেছে। এছাড়াও গানটিতে মডেল হিসেবে ছিলেন Rhythmsta ও Aanfi সব মিলিয়ে গানটি অসাধারণ হয়েছে নাসিম বলেন, আপনারা

Viral শব্দের যখন জন্ম হয়নি তখন থেকে আমি Viral- C-Let

গত ২৮ এপ্রিল মুক্তি পায় বহুল আলোচিত গান ওউ ল' সাইফার গানটি ফকির লাল মিয়াকে ডিস করে বানানো হয়েছে, বেশ কিছু দিন আগে ফকির লাল মিয়ার একটা গান মুক্তি পেয়েছিলো "ছাতক সাইফার" শিরনামে সেই গানে সিলেটের জনপ্রিয় হিপহপ ক্রো'র CEO C-Let Ahmed -কে খোচা দিয়ে বেশ কিছু লাইন রেখেছিলেন ফকির লাল মিয়া ও তার সাথের জুনিয়র আর্টিস্টরা। পাল্টা জবাবে C-Let বের করেছেন তার নতুন গান ওউ ল' সাইফার। এর আগেও C-Let ও লাল মিয়ার অনেক বিফ বের হয়েছিলো আর এটাকে কেন্দ্র করে লাল মিয়ার ফ্যানরা বলছেন C-Let শুধু মাত্র ভাইরাল হওয়ার জন্য লাল মিয়াকে ডিস করে। এটার জবাবে BD Hip-Hop এ জনপ্রিয় মুখ, নাজমুল হুদার সঞ্চালনায় "O Yea Bangladesh" এর ইন্টারভিউ অনুষ্ঠানে এসে C-Let বলেছেন, ভাইরাল শব্দটার তখন জন্ম-ই হয়নি যখন আমি ভাইরাল হয়েছিলাম। আমার 'মা' গান তার উদাহারণ আমি ফকির লাল মিয়াকে ভাইরাল হওয়ার জন্য ডিস করিনা কখনো। তিনি আরো বলেন, যখন তারা 'ছাতক সাইফার' রিলিজ করেছিলো আমি বাংলাদেশে ছিলাম, তখন আমার জীবনে পারিবারিক ও ব্যক্তিগত অনেক সমস্যা চলছিলো আমি মানসিক ভাবে ভেঙ্গে পড়েছিলাম গানটি শুনে এম

নবাব শেখ এর কন্ঠে মারজুক রাসেলের দুলাভাই - Bangla Beat

বাংলা র‍্যাপ এক সময় অনেক পিছিয়ে ছিলো তবে যত দিন যাচ্ছে ততই বাংলা র‍্যাপ যেন মুখ তুলে দাড়াচ্ছে। এখন সিনেমা কিংবা নাটকে বাংলা র‍্যাপ খুব ভালো ভাবে জড়িয়ে গেছে। বাংলাদেশের র‍্যাপারদের সু'দিন এসেছে বাংলা র‍্যাপ অনেক এগিয়েছে। এরই ধারায় গত ৫ মে মুক্তি পেয়েছে মারজুক রাসেলের অভিনীত নাটক ঠেলার নাম দুলাভাই। এই নাটকে মারজুকের সাথে প্রধান চরিত্রে ছিলেন মুকিয় জাকারিয়া ও চাষী আলম। ইউটিউবে বেশ সাড়া ফেলেছে এই নাটক, তবে এই নাটক নিয়ে বাংলা র‍্যাপ পাড়ায় অনেক বেশি তোলপাড় তৈরি হয়েছে কারন এই নাটকে সময়ের জনপ্রিয় র‍্যাপার নবাব শেখ আশরাফ এর র‍্যাপ গান রয়েছে, যেটির শিরোনাম-ই দুলাভাই। নবাব এর এই প্রথম কোনো গান বাংলা নাটকে ব্যবহার করা হয়েছে তবে এর আগে বাংলা সিনেমা থেকেও তাকে অফার করা হয়েছিলো গান গাওয়ার জন্য কিন্তু তিনি কোনো এক কারনে সেটা করেননি। এবার নাটকে প্রকাশ করা হয়েছে তার গান, এই সম্পর্কে তাকে জিজ্ঞেস করা হলে নবাব বলেন, আমি সত্যি অনেক সপ্ন ছিলো একটা ভালো যায়গায় আমার গান'কে নিয়ে যাওয়ার জন্য আর এটা পূরন হওয়ায় আমি অনেক খুশি আর এই খুশি আমাকে নতুন ভাবে আরো ভালো ভালো কাজ করার জন্য অনুপ্রেরণা দিবে। আমাক