আমাদের বাংলাদেশের অনেক র্যাপার যখন পপুলার হয়ে উঠেন তখন প্রায়ই বলতে শুনা যায় যে আমি এমিনেম এর গান শুনে র্যাপ শুরু করেছি কেউ বলে আমি Tupac এর গান শুনে র্যাপ শুরু করেছি অধিকাংশ আর্টিস্ট-ই এই রকম উদাহরণ দেন। তারা বলেন আমরা বিদেশি র্যাপারদের গান শুনে র্যাপ শিখেছি কিন্তু স্রুতের উল্টো দিকে যে যায় সেই তো মহা নায়ক বা কিংবদন্তি আর এমন-ই এক কিংবদন্তি র্যাপার লাখো মানুষের হৃদয়ের ভালোবাসার নাম ফকির লাল মিয়া
সম্প্রতি একটি ফেইসবুক স্ট্যাটাসে লেখেন "আঙ্গুর" গানের পিছনের কথা বলেন আমি এই গানটি লিখেছি বিখ্যাত লেখক মানিক বন্দোপাধ্যায়ের একটি কবিতা থেকে যার নাম ছিলো "ঝড়ের পড়ে"
তিনি আরো বলেন, আমি মূলত এই মানুষটার লেখা থেকে অনুপ্রাণিত হয়ে র্যাপ শুরু করেছি। আমাদের দেশের র্যাপার'রা বুক ফুলিয়ে বলেন তাদের উৎসাহ এসেছে বিদেশি র্যাপারদের দেখে, সেখানে? আমি গর্বিত আমার উৎসাহ এসেছে আমার নিজের দেশের নিজের শিকড় থেকে
Blogger: Jibon Ibn Ali
© Bangla Beat 2018-21
Comments
Post a Comment