দীর্ঘ এক বছর পরে পার্থ ভাই ফিরেছেন তার নতুন গান আন্ডারগ্রাউন্ড নিয়ে। প্রায় এক বছর আগে দিয়েছিলেন সিলেটি স্ট্রোম গান এর পরে আর দেখা যায় নি সিলেটের এই ভাইজান কে। বুঝাই যাচ্ছিলো যে যখন আসবেন তখন ভালো কিছু নিয়েই আসবেন আর তাই হলো নিজে তো এসেছেন সাথে অভিষেক করিয়েছেন জাকির কেও। হ্যা ঠিক পড়েছেন জাকির নামে একজন নতুন উদীয়মান র্যাপার কে নিয়েছেন তার গানে।
পার্থ ভাই এই গানে অনেক কিছু বলেছেন তার সাথে কি কি হয়েছে সেটা খুব সুন্দর ভাবেই তুলে ধরেছেন নতুন নতুন র্যাপারদের সর্তক করে বলেন, তোমরা যেগুলো ২০২১-২২ এ করছো সেটা আমি ১৬-১৭ তে শেষ করে দিয়েছি। পার্থ ভাই আরো বলেন, ভিউজ কোনো বিষয় না মানুষের ভালোবাসাটাই আসল বিষয় আর নিজেকে এই গানে তিনি বিডি হিপহপের অঘোষিত কিং দাবি করেছেন। তার গানে আরো বলেন, কেউ একজন কে আমি সাপোর্ট দিয়েছিলাম বলে আজ হিপহপ করছে কিন্তু এখন সে ভাড়া করে গাড়ি এনে আমাকেই ডিস করে বেড়ায়, আর এই ধরনের মানুষকে দেখলে সাপ লজ্জা পায় বলে জানান পার্থ ভাই।
অন্য দিকে জাকির বলেন আমি ৪ বছর আগে প্যারিস এসেছি অনেক স্ট্রাগল করেছি তাই আজ আমার একেক ফুটা ঘামের মূল্য হাজার ইউরো। সব মিলিয়ে গানটি অসাধারণ হয়েছে অনেক মোটিভেশনাল গানও বলা যায় এটাকে।
সম্প্রতি SR101 Music এর ব্যানারে মুক্তি পেয়েছে একজন শিরোনামের একটি গান। গানটি মূলত একটি বাস্তব ঘটনার উপর নির্ভর করে বানানো হয়েছে তবে কার সাথে ঘটেছে এই হৃদয়বিদারক ঘটনা টি তা জানা যায় নি। গানটি তে C-Let এর র্যাপের সাথে সুর দিয়েছেন সিলেটের জগন্নাথপুরের এক উদীয়মান তরুণ শিল্পী নাসিম শাহ। নাসিমের গান শেখা মূলত তার চাচার কাছ থেকে। তার চাচা শাহ জামাল তাকে হাতে ধরে গান শিখিয়েছেন আর অনুপ্রেরণা পেয়েছেন বাবার কাছ থেকে। এ বিষয়ে নাসিমের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আমার একমাত্র চাচা শাহ জামাল আমাকে গান শিখিয়েছেন আর আমার বাবা আমাকে কখনো নিরুৎসাহিত করেন নি ছোট বেলা থেকেই আমি ফ্রিডম পেয়েছি গানের ব্যাপারে আমার পরিবার থেকে তাই আজকে আমি যতটুকু সফল হয়েছি বা কাজ পাচ্ছি সব আমার পরিবারের জন্য তারা যদি আমাকে সাপোর্ট না করতো আমি হয়তো এই পর্যন্ত আসতে পারতাম না। একজন শিরোনামের গানটি সিলেটের সুনামধন্য মিউজিক লেবেল SR101 Music এর ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে গানটি তে এখন পর্যন্ত ৭০ হাজারেরও বেশি মানুষ দেখেছে। এছাড়াও গানটিতে মডেল হিসেবে ছিলেন Rhythmsta ও Aanfi সব মিলিয়ে গানটি অসাধারণ হয়েছে নাসিম বলেন, আপনারা
Comments
Post a Comment