ফুহাদ শাফি বাংলা হিপহপ এর এক উদীয়মান তরুণের নাম যার কন্ঠে প্রকাশ পেয়েছে আগুনঝরা দুপুরে মতো কঠিন বাক্য যা এর আগে বাংলা হিপহপে খুব কম র্যাপারাই করতে পেরেছেন সবাই এই ধরনের গান লিখতে পারে না সবার মধ্যে ঐ অদম্য শক্তি থাকে না থাকবেই বা কি করে এটা তো সৃষ্টিকর্তার কাছ থেকেই আসে আর তেমনই এসেছে ফুহাদ শাফির কাছে। প্রথমে মানুষ সর্বশ্রেষ্ঠ, এর পরে মানবনীতি, আর এখন যুদ্ধে চল। এই তিনিটি গানেই ফুটে উঠেছে বর্তমান সমাজের চিত্র মানুষের অধপতনের কথাও তুলে ধরেছেন ফুহাদ।
যুদ্ধে চল গানের কথা লিখেছেন ফুহাদ নিজেই গানটির অডিওর করেছেন Andronyx, সিনেমেটোগ্রাফার ছিলেন আবরার জাহিন।
ফুহাদ তার গানে বলেন,
"আত্মা খুশি জীবন যাপন শান্তি ময়ী তৃপ্তি সাধন
জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই কিন্তু আপন জন"
তার সাথে কথা বলে জানা যায় যে, তিনি এই ধরনের গান করতে পছন্দ করেন সমাজে যে কালো আবরণ পড়েছে সেটা তুলে ফেলতে চান সবাই নির্বিশেষে মানুষ এটা বুঝতে চান কারন এটা এখন সবাই ভুলে গেছে।
তিনি আরো বলেন, সমাজে এখন খুন, চিনতাই, চুরি, গরিবের হক মেরে খাওয়া এইগুলো ব্যপকভাবে ছড়িয়ে পরেছে এইগুলোকে বন্ধ না করতে পারলে সমাজ পরিনত হবে রাক্ষসে তাই আমি আমার গানের কথা গুলো এমন রেখেছে যেন মানুষ সেটার সাথে সমাজের বর্তমান পরিস্থিতির কথা মিল খুজে পায়।
সবশেষে ফুহাদ বলেন, আমার জন্য দোয়া করবেন যেন আমি আরো ভালো ভালো গান সবাইকে দিতে পারি সমাজের উজ্জল আলোটাকে যেন ফিরয়ে আনতে পারি।
লিখেছেনঃ জীবন ইবনে আলী
সম্প্রতি SR101 Music এর ব্যানারে মুক্তি পেয়েছে একজন শিরোনামের একটি গান। গানটি মূলত একটি বাস্তব ঘটনার উপর নির্ভর করে বানানো হয়েছে তবে কার সাথে ঘটেছে এই হৃদয়বিদারক ঘটনা টি তা জানা যায় নি। গানটি তে C-Let এর র্যাপের সাথে সুর দিয়েছেন সিলেটের জগন্নাথপুরের এক উদীয়মান তরুণ শিল্পী নাসিম শাহ। নাসিমের গান শেখা মূলত তার চাচার কাছ থেকে। তার চাচা শাহ জামাল তাকে হাতে ধরে গান শিখিয়েছেন আর অনুপ্রেরণা পেয়েছেন বাবার কাছ থেকে। এ বিষয়ে নাসিমের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আমার একমাত্র চাচা শাহ জামাল আমাকে গান শিখিয়েছেন আর আমার বাবা আমাকে কখনো নিরুৎসাহিত করেন নি ছোট বেলা থেকেই আমি ফ্রিডম পেয়েছি গানের ব্যাপারে আমার পরিবার থেকে তাই আজকে আমি যতটুকু সফল হয়েছি বা কাজ পাচ্ছি সব আমার পরিবারের জন্য তারা যদি আমাকে সাপোর্ট না করতো আমি হয়তো এই পর্যন্ত আসতে পারতাম না। একজন শিরোনামের গানটি সিলেটের সুনামধন্য মিউজিক লেবেল SR101 Music এর ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে গানটি তে এখন পর্যন্ত ৭০ হাজারেরও বেশি মানুষ দেখেছে। এছাড়াও গানটিতে মডেল হিসেবে ছিলেন Rhythmsta ও Aanfi সব মিলিয়ে গানটি অসাধারণ হয়েছে নাসিম বলেন, আপনারা
Comments
Post a Comment