Skip to main content

Bion আমার ভাই আমি কখনো বলবো না সে আমার কারনে উঠছে - পার্থ ভাই

আজ ইউটিউবার নাজমুল হুদার একটি ইন্টারভিউতে এসেছিলেন বর্তমান সময়ের জনপ্রিয় র‍্যাপার পার্থ ভাই। ইন্টারভিউতে তিনি তার সদ্য মুক্তি পাওয়া গান নিয়ে কথা বলেন। মূলত সেখানে তিনি আরাফাত কবির কে একটা রিপ্লাইও দেন।



Partho Bhai - Shan - Rapper Bion



পার্থ ভাইয়ের নতুন গান Sylheti Strom এ থাকার কথা ছিলো আরাফাতেরও কিন্তু আরাফাত অন্তিমকালে গানটির জন্য না বলে দেন পার্থ ভাইকে যদিও প্রথমে আরাফাত নিজে থেকেই কথা বলেছিলেন গানটি করার জন্য কিন্তু পরে আরাফাত পার্থ ভাইকে বলেন আমি এই গান করার পরে যদি এটি ভাইরাল হয়ে যায় তাহলে মানুষ বলবে আমি তোমার সাহায্যে উঠেছি। তাই এই গান আমি করতে পারবো না।


পরে পার্থ ভাই জবাবে বলেন, তুমি তো Wannabe তুমি একজন সফল আর্টিস্ট। পার্থ ভাই ক্ষোভ প্রকাশ করে সে সময় নাজমুল হুদাকে বলেন, আরাফাত আমার যায়গায় আসতে হলে আরো দশ বছর সাধনা করা লাগবে। তো এক সময় পার্থ ভাই বলেন, আমি কখনো বলবো না  Bion আমার কারনে উঠছে। হ্যা আমার সাথে গান করায় একটু প্রমোশন হইছে কিন্তু সে তার ট্যালেন্টে উঠেছে, আর আমি কখনো  এটা বলিনি কোনো যায়গায় যে আমার কারনে সে উঠেছে কারন আমার ভাই। উল্লেখ্য পার্থ ভাইয়ের সাথে Bion এর একটি গান এসেছিলো ২০১৮ তে গানটির নাম ছিলো ''বাংলার বাশ'' আর এই গানের মাধ্যমে অনেক জনপ্রিয়তা পেয়েছিলেন তারা দু'জন।


এক বিবৃতিতে Rapper Bion বাংলার বাশ সম্পর্কে বলেন, এই গান পাবলিকের ভয়েজ বাংলাদেশে যারা কোনো দিনও র‍্যাপ গান শুনে নাই বা শুনে না তারাও এই গান পছন্দ করেছে কারন এটাতে তাদের ভিতরে কথা বলা হয়েছে। গুঞ্জন আছে বাংলার বাশ পার্ট -৩ -তেও তারা দু'জন থাকবেন তবে এই সম্পর্কে তারা কেউ-ই স্পষ্ট করে কিছু বলেন নি।


Blogger: Jibon Ibn Ali



Comments

Popular posts from this blog

একজন -এ নিজেকে বেশ ভালো ফুটিয়ে তুলেছেন নাসিম শাহ

সম্প্রতি SR101 Music এর ব্যানারে মুক্তি পেয়েছে একজন শিরোনামের একটি গান। গানটি মূলত একটি বাস্তব ঘটনার উপর নির্ভর করে বানানো হয়েছে তবে কার সাথে ঘটেছে এই হৃদয়বিদারক ঘটনা টি তা জানা যায় নি। গানটি তে C-Let এর র‍্যাপের সাথে সুর দিয়েছেন সিলেটের জগন্নাথপুরের এক উদীয়মান তরুণ শিল্পী নাসিম শাহ। নাসিমের গান শেখা মূলত তার চাচার কাছ থেকে। তার চাচা শাহ জামাল তাকে হাতে ধরে গান শিখিয়েছেন আর অনুপ্রেরণা পেয়েছেন বাবার কাছ থেকে। এ বিষয়ে নাসিমের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আমার একমাত্র চাচা শাহ জামাল আমাকে গান শিখিয়েছেন আর আমার বাবা আমাকে কখনো নিরুৎসাহিত করেন নি ছোট বেলা থেকেই আমি ফ্রিডম পেয়েছি গানের ব্যাপারে আমার পরিবার থেকে তাই আজকে আমি যতটুকু সফল হয়েছি বা কাজ পাচ্ছি সব আমার পরিবারের জন্য তারা যদি আমাকে সাপোর্ট না করতো আমি হয়তো এই পর্যন্ত আসতে পারতাম না। একজন শিরোনামের গানটি সিলেটের সুনামধন্য মিউজিক লেবেল SR101 Music এর ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে গানটি তে এখন পর্যন্ত ৭০ হাজারেরও বেশি মানুষ দেখেছে। এছাড়াও গানটিতে মডেল হিসেবে ছিলেন Rhythmsta ও Aanfi সব মিলিয়ে গানটি অসাধারণ হয়েছে নাসিম বলেন, আপনারা

Viral শব্দের যখন জন্ম হয়নি তখন থেকে আমি Viral- C-Let

গত ২৮ এপ্রিল মুক্তি পায় বহুল আলোচিত গান ওউ ল' সাইফার গানটি ফকির লাল মিয়াকে ডিস করে বানানো হয়েছে, বেশ কিছু দিন আগে ফকির লাল মিয়ার একটা গান মুক্তি পেয়েছিলো "ছাতক সাইফার" শিরনামে সেই গানে সিলেটের জনপ্রিয় হিপহপ ক্রো'র CEO C-Let Ahmed -কে খোচা দিয়ে বেশ কিছু লাইন রেখেছিলেন ফকির লাল মিয়া ও তার সাথের জুনিয়র আর্টিস্টরা। পাল্টা জবাবে C-Let বের করেছেন তার নতুন গান ওউ ল' সাইফার। এর আগেও C-Let ও লাল মিয়ার অনেক বিফ বের হয়েছিলো আর এটাকে কেন্দ্র করে লাল মিয়ার ফ্যানরা বলছেন C-Let শুধু মাত্র ভাইরাল হওয়ার জন্য লাল মিয়াকে ডিস করে। এটার জবাবে BD Hip-Hop এ জনপ্রিয় মুখ, নাজমুল হুদার সঞ্চালনায় "O Yea Bangladesh" এর ইন্টারভিউ অনুষ্ঠানে এসে C-Let বলেছেন, ভাইরাল শব্দটার তখন জন্ম-ই হয়নি যখন আমি ভাইরাল হয়েছিলাম। আমার 'মা' গান তার উদাহারণ আমি ফকির লাল মিয়াকে ভাইরাল হওয়ার জন্য ডিস করিনা কখনো। তিনি আরো বলেন, যখন তারা 'ছাতক সাইফার' রিলিজ করেছিলো আমি বাংলাদেশে ছিলাম, তখন আমার জীবনে পারিবারিক ও ব্যক্তিগত অনেক সমস্যা চলছিলো আমি মানসিক ভাবে ভেঙ্গে পড়েছিলাম গানটি শুনে এম

নবাব শেখ এর কন্ঠে মারজুক রাসেলের দুলাভাই - Bangla Beat

বাংলা র‍্যাপ এক সময় অনেক পিছিয়ে ছিলো তবে যত দিন যাচ্ছে ততই বাংলা র‍্যাপ যেন মুখ তুলে দাড়াচ্ছে। এখন সিনেমা কিংবা নাটকে বাংলা র‍্যাপ খুব ভালো ভাবে জড়িয়ে গেছে। বাংলাদেশের র‍্যাপারদের সু'দিন এসেছে বাংলা র‍্যাপ অনেক এগিয়েছে। এরই ধারায় গত ৫ মে মুক্তি পেয়েছে মারজুক রাসেলের অভিনীত নাটক ঠেলার নাম দুলাভাই। এই নাটকে মারজুকের সাথে প্রধান চরিত্রে ছিলেন মুকিয় জাকারিয়া ও চাষী আলম। ইউটিউবে বেশ সাড়া ফেলেছে এই নাটক, তবে এই নাটক নিয়ে বাংলা র‍্যাপ পাড়ায় অনেক বেশি তোলপাড় তৈরি হয়েছে কারন এই নাটকে সময়ের জনপ্রিয় র‍্যাপার নবাব শেখ আশরাফ এর র‍্যাপ গান রয়েছে, যেটির শিরোনাম-ই দুলাভাই। নবাব এর এই প্রথম কোনো গান বাংলা নাটকে ব্যবহার করা হয়েছে তবে এর আগে বাংলা সিনেমা থেকেও তাকে অফার করা হয়েছিলো গান গাওয়ার জন্য কিন্তু তিনি কোনো এক কারনে সেটা করেননি। এবার নাটকে প্রকাশ করা হয়েছে তার গান, এই সম্পর্কে তাকে জিজ্ঞেস করা হলে নবাব বলেন, আমি সত্যি অনেক সপ্ন ছিলো একটা ভালো যায়গায় আমার গান'কে নিয়ে যাওয়ার জন্য আর এটা পূরন হওয়ায় আমি অনেক খুশি আর এই খুশি আমাকে নতুন ভাবে আরো ভালো ভালো কাজ করার জন্য অনুপ্রেরণা দিবে। আমাক