সম্প্রতি ইউটিউবার নাজমুল হুদার একটি ইন্টারভিউ -এ আসেন দেশের লিজেন্ডারি র্যাপার Xplosive Flowrical ও Arafat Kabir আর সেখানে কথা হয় বাংলাদেশের হিপহপ নিয়ে আর তখন Xplosive বলেন, দেশে অনেক বড় মানের শিল্পী আছেন কিন্তু টাকার অভাবে তারা বিলাসী জীবন তো দূরের কথা
ঠিকমত চিকিৎসাও করাতে পারেন না আর র্যাপারা ইনকাম করবে এটা অনেক দূরের কথা। তিনি আরো বলেন আমাদের দেশে হিপহপ এখনো নড়বড়ে ইন্ডিয়ান হিপহপ ইন্ডাস্ট্রি বাংলাদেশের থেকেও এগিয়ে রয়েছে
----Ads----
MUSIC FACTORY ইউটিউব চ্যানেলটি SUBSCRIBE করুনClick here → SUBSCRIBE
তিনি আরো বলেন আমাদের দেশে হিপহপ এখনো নড়বড়ে ইন্ডিয়ান হিপহপ ইন্ডাস্ট্রি বাংলাদেশের থেকেও এগিয়ে রয়েছে কথা ফাকে আরাফাত কবিরও বলেন আমাদের দেশের রকস্টার আইয়ুব বাচ্চু স্টেজে তার ছেলেকে নিয়ে উঠে বলেছিলেন, "আমি আমার ছেলেকে বলেছি মিউজিক'কে পেশা হিসাবে নিও না কারন এই দেশে মিউজিক ফ্রি তে চলে" তো একজন লিজেন্ড এমন কথা কতটা ক্ষোভ থাকলে বলতে পারেন এটা চিন্তা করা উচিৎ
বলাবাহুল্য Xplosive হলেন Deshi MC's এর মেম্বার এবং তিনি সেই সময়ের র্যাপার যেই সময় বাংলাদেশের মানুষ র্যাপ বুঝতেই পারতো না। তাদের যে দাবি সেটা হলো র্যাপার'দের কাজ করার সুযোগ করে দিতে হবে তা না হলে র্যাপ এই দেশে বেশি আর থাকবে না কারন কোনো জিনিসের মূল্যায়ন না করলে সেটা বেশি দিন ঠিকে না আর তাদের এই দাবির সাথে সহমত প্রকাশ করে সারা বাংলাদেশের র্যাপার'রা।
লিখেছেনঃ জীবন ইবনে আলী
Comments
Post a Comment