Skip to main content

৪ লাখের কাছাকাছি Depression - Bangla Beat

গত ১৭ আগস্ট মুক্তি পায় জি আর তন্ময় এর ডিপ্রেশন গানটি
মুক্তির পরে থেকেই বেশ ভালো সাড়া পাচ্ছেন তন্ময়, গানটি দিয়ে শ্রুতাদের মন জয় করে নিয়েছেন তন্ময়

গানটিন এই পর্যন্ত ইউটিউবে দেখা হয়েছে ৩ লক্ষ ৯৫ হাজার এরও বেশি এবং প্রায় ২ হাজারের মতো মানুষ কমেন্ট করেছেন


এছাড়া গানটি জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ফেইবুকের বিভিন্ন পেইজে আপলোড করে হয়েছে
আর সেখান থেকেও ভালো সারা পাওয়া যাচ্ছে ,ফেইসবুকে গানটি দেখা হয়েছে ১ লাখেও বেশি

আর ধারাবাহিকতা বজায় রাখতে গত ২২ অক্টোবর আবার আরেকটি গান দিলেন ভক্তদের'কে
সেই গআনের শিরোনাম "বাবা" মুক্তির ২দিন পরেই তুলে নিয়েছে ২৫হাজার ভিউ

কিছু দিন আগে তন্ময় Detos Rapsta নামের একটি প্রতিযোগীতায় অংশগ্রহয় করেন
সেখানেও বেশ ভালোই করেছিলেন তিনি
গানটির কথা সুর আর প্রযোজক তন্ম নিজেই


গানটির কথা নিইচে দেয়া হলো


Depression Lyrics: 1st Verse: আমার অসমাপ্ত পেরা আমারে দিয়া গেলো কেরা সময় টাও আজকে বেইমান লগে আমার চলা ফেরা দূঃখ্য হইলো কেন জাগ্রত পেরা হইলো আমার দাসি ভবে কেন যে আইলাম আমি কেরা হাইসা দিলো ফাসি দেখবার চাইতাছিতো কাফন কেউ নাইতো আমার আপন আমি যারে ভাবছি আপন সেইতো করতে ঘুরে দাফন! আমার অন্ধ আত্মা টারে আমি নিকোটিনে পুরাই আমার আবেগ বিবেক সব গুলারে ধোয়ার মধ্যে পুরাই আমার নেশার ঘরে কিসের পেরা আইসা জইমা থাকে আমার আপনা মানুষ সার্থ লইয়া কেমনে কইরা ভাগে মনে কয় আমারে ক্ষ্যাপা তুই চুপ করবি কবে? তোর হিসাব তো মিলবো না এই ডিপ্রেশনের ভবে আর এইডাই যে জীবন যানলে জগত ছারতাম কবে এখন পায়ে বান্ধা শিকল উরতে চাইলেও খাচায় রবে খালি পকেটে চিনাইছে আমার জগতে আপোন কেরা এখন সার্থডারে চিনা ঘারের রগ টা হইছে তেরা। Chorus: আমার আকরে ধরে রাখা এ ছোট্টো জীবন এই ভাবে চলবো আমার আর কতখন? মুখে জলন্ত সিগারেট নাটোকিয়ো হাসি আমি অপেক্ষায় আছি কবে হবো পর বাসি আমার আকরে ধরে রাখা এ ছোট্টো জীবন এই ভাবে চলবো আমার আর কতখন? আমার বদলে যাওয়া টা আজ খুব প্রয়োজন আমার মন নাকি এটা কেনো দেয় ডিপ্রেশন! 2nd Verse: খোদায় লেইখা দিছে ভাগ্য চেষ্টা কইরা নাইকা লাভ আমার হাজার হাজার পাপ চাইছি খোদার কাছে মাফ নিজেরে চার দেয়ালে রাইখা ভালোবাসি অন্ধকার মুখে হাসি নিয়া আমি বাচতে চাইছি আরেকবার মনে আক্ষেপ নাই কোনো তাইতো থাকতে চাইছি একা সোজা রাস্তায় চইলা পাইছি কতো রকম মাইনষের দেখা ধৈরজ অনেক বেশি তাই এখনো হাল ডা রাখছি ধইরা মায়ের মুখে হাসি দেখতে এহনো চলি নাটক কইরা ভালো সময় টা তে দেখছি পাশে আপন জন ভরা তাইলে খারাপ সময় টাতে আমার কই আছিলি তোরা আর রক্তের টান নামে যাগো আপনা ভাইবা যাই এর চেয়ে আত্মার ডি আপন ব্লাড কানেকশন ছারাই মন টা খুইলা কথা কইতে চাইলে সামনে রাখছি আয়না আর কারো লগে কইলে তার সভাবে পোসায় না আমার বিধাতা কপালে যেডা লেইখা দিছে ওইডা নিয়া আছি চোপ আর কপালের দোষ টা দিয়া আমার বুদ্ধি পাইছে লোপ। Chorus: আমার আকরে ধরে রাখা এ ছোট্টো জীবন এই ভাবে চলবো আমার আর কতখন? মুখে জলন্ত সিগারেট নাটোকিয়ো হাসি আমি অপেক্ষায় আছি কবে হবো পর বাসি আমার আকরে ধরে রাখা এ ছোট্টো জীবন এই ভাবে চলবো আমার আর কতখন? আমার বদলে যাওয়া টা আজ খুব প্রয়োজন আমার মন নাকি এটা কেনো দেয় ডিপ্রেশন! 3rd Verse: সময় আটকাইতে চাইছি ক্যামেরার ছবিতে বন্দি কইরা আবার ছবি গুলা দেখলে অতীত বসে ঘারে চইরা অতীত প্রত্যেকটাই খারাপ হোক সে মন্দ কিংবা ভালো অতীত বর্তমানে ভাইবা ভবিষ্যতে নাইকা আলো আয়নার সামনে দারাইলে নিজের Objection ভরা ভাবি আমি তো এইডা না আমার থেইকা এইডা সরা নিজের লগে আপোষ করলে দেখছি সমাজ কইছে ভুল দিন একটা কইরা যায় বইসা ভাবা ডাইতো ভুল আর নিজের থেইকা কতো ভাগমু আছিতো দায়িত্ব নামের খাচায় এই খাচা টাইতো এহন ডেইলি প্রত্যেক দিন বাচায় না আপোন জন না শত্রু কোনোটাই দরকার নাই আমার আল্লাহর নাম ডা নিয়া মুখে দুই বেলা পাইতাছি খাবার রাস্তার মানুষ টা থিকা তো ভালো যাইতাছে তো দিন খালি তগো অকেশনেও আমি রংগটা বিহীন আমার এই দিন তো দিন না ভাই আরো দিন আছে আমার এই দিন টা নিয়া যাবো ওই দিনের কাছে Chorus: আমার আকরে ধরে রাখা এ ছোট্টো জীবন এই ভাবে চলবো আমার আর কতখন? মুখে জলন্ত সিগারেট নাটোকিয়ো হাসি আমি অপেক্ষায় আছি কবে হবো পর বাসি আমার আকরে ধরে রাখা এ ছোট্টো জীবন এই ভাবে চলবো আমার আর কতখন? আমার বদলে যাওয়া টা আজ খুব প্রয়োজন আমার মন নাকি এটা কেনো দেয় ডিপ্রেশন!

Comments

Popular posts from this blog

একজন -এ নিজেকে বেশ ভালো ফুটিয়ে তুলেছেন নাসিম শাহ

সম্প্রতি SR101 Music এর ব্যানারে মুক্তি পেয়েছে একজন শিরোনামের একটি গান। গানটি মূলত একটি বাস্তব ঘটনার উপর নির্ভর করে বানানো হয়েছে তবে কার সাথে ঘটেছে এই হৃদয়বিদারক ঘটনা টি তা জানা যায় নি। গানটি তে C-Let এর র‍্যাপের সাথে সুর দিয়েছেন সিলেটের জগন্নাথপুরের এক উদীয়মান তরুণ শিল্পী নাসিম শাহ। নাসিমের গান শেখা মূলত তার চাচার কাছ থেকে। তার চাচা শাহ জামাল তাকে হাতে ধরে গান শিখিয়েছেন আর অনুপ্রেরণা পেয়েছেন বাবার কাছ থেকে। এ বিষয়ে নাসিমের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আমার একমাত্র চাচা শাহ জামাল আমাকে গান শিখিয়েছেন আর আমার বাবা আমাকে কখনো নিরুৎসাহিত করেন নি ছোট বেলা থেকেই আমি ফ্রিডম পেয়েছি গানের ব্যাপারে আমার পরিবার থেকে তাই আজকে আমি যতটুকু সফল হয়েছি বা কাজ পাচ্ছি সব আমার পরিবারের জন্য তারা যদি আমাকে সাপোর্ট না করতো আমি হয়তো এই পর্যন্ত আসতে পারতাম না। একজন শিরোনামের গানটি সিলেটের সুনামধন্য মিউজিক লেবেল SR101 Music এর ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে গানটি তে এখন পর্যন্ত ৭০ হাজারেরও বেশি মানুষ দেখেছে। এছাড়াও গানটিতে মডেল হিসেবে ছিলেন Rhythmsta ও Aanfi সব মিলিয়ে গানটি অসাধারণ হয়েছে নাসিম বলেন, আপনারা

Viral শব্দের যখন জন্ম হয়নি তখন থেকে আমি Viral- C-Let

গত ২৮ এপ্রিল মুক্তি পায় বহুল আলোচিত গান ওউ ল' সাইফার গানটি ফকির লাল মিয়াকে ডিস করে বানানো হয়েছে, বেশ কিছু দিন আগে ফকির লাল মিয়ার একটা গান মুক্তি পেয়েছিলো "ছাতক সাইফার" শিরনামে সেই গানে সিলেটের জনপ্রিয় হিপহপ ক্রো'র CEO C-Let Ahmed -কে খোচা দিয়ে বেশ কিছু লাইন রেখেছিলেন ফকির লাল মিয়া ও তার সাথের জুনিয়র আর্টিস্টরা। পাল্টা জবাবে C-Let বের করেছেন তার নতুন গান ওউ ল' সাইফার। এর আগেও C-Let ও লাল মিয়ার অনেক বিফ বের হয়েছিলো আর এটাকে কেন্দ্র করে লাল মিয়ার ফ্যানরা বলছেন C-Let শুধু মাত্র ভাইরাল হওয়ার জন্য লাল মিয়াকে ডিস করে। এটার জবাবে BD Hip-Hop এ জনপ্রিয় মুখ, নাজমুল হুদার সঞ্চালনায় "O Yea Bangladesh" এর ইন্টারভিউ অনুষ্ঠানে এসে C-Let বলেছেন, ভাইরাল শব্দটার তখন জন্ম-ই হয়নি যখন আমি ভাইরাল হয়েছিলাম। আমার 'মা' গান তার উদাহারণ আমি ফকির লাল মিয়াকে ভাইরাল হওয়ার জন্য ডিস করিনা কখনো। তিনি আরো বলেন, যখন তারা 'ছাতক সাইফার' রিলিজ করেছিলো আমি বাংলাদেশে ছিলাম, তখন আমার জীবনে পারিবারিক ও ব্যক্তিগত অনেক সমস্যা চলছিলো আমি মানসিক ভাবে ভেঙ্গে পড়েছিলাম গানটি শুনে এম

নবাব শেখ এর কন্ঠে মারজুক রাসেলের দুলাভাই - Bangla Beat

বাংলা র‍্যাপ এক সময় অনেক পিছিয়ে ছিলো তবে যত দিন যাচ্ছে ততই বাংলা র‍্যাপ যেন মুখ তুলে দাড়াচ্ছে। এখন সিনেমা কিংবা নাটকে বাংলা র‍্যাপ খুব ভালো ভাবে জড়িয়ে গেছে। বাংলাদেশের র‍্যাপারদের সু'দিন এসেছে বাংলা র‍্যাপ অনেক এগিয়েছে। এরই ধারায় গত ৫ মে মুক্তি পেয়েছে মারজুক রাসেলের অভিনীত নাটক ঠেলার নাম দুলাভাই। এই নাটকে মারজুকের সাথে প্রধান চরিত্রে ছিলেন মুকিয় জাকারিয়া ও চাষী আলম। ইউটিউবে বেশ সাড়া ফেলেছে এই নাটক, তবে এই নাটক নিয়ে বাংলা র‍্যাপ পাড়ায় অনেক বেশি তোলপাড় তৈরি হয়েছে কারন এই নাটকে সময়ের জনপ্রিয় র‍্যাপার নবাব শেখ আশরাফ এর র‍্যাপ গান রয়েছে, যেটির শিরোনাম-ই দুলাভাই। নবাব এর এই প্রথম কোনো গান বাংলা নাটকে ব্যবহার করা হয়েছে তবে এর আগে বাংলা সিনেমা থেকেও তাকে অফার করা হয়েছিলো গান গাওয়ার জন্য কিন্তু তিনি কোনো এক কারনে সেটা করেননি। এবার নাটকে প্রকাশ করা হয়েছে তার গান, এই সম্পর্কে তাকে জিজ্ঞেস করা হলে নবাব বলেন, আমি সত্যি অনেক সপ্ন ছিলো একটা ভালো যায়গায় আমার গান'কে নিয়ে যাওয়ার জন্য আর এটা পূরন হওয়ায় আমি অনেক খুশি আর এই খুশি আমাকে নতুন ভাবে আরো ভালো ভালো কাজ করার জন্য অনুপ্রেরণা দিবে। আমাক