Skip to main content

এবার নাসায়ও পৌছে গেল সিলেটী- Bangla Beat

এবার নাসায়ও পৌছে গেল সিলেটী

যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণার প্রতিষ্ঠান নাসায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে নিয়োগ পেয়েছেন সিলেটের মেয়ে মাহজাবিন হক।
মাহজাবিন-ই একমাত্র বাংলাদেশী নারী যিনি নাসায় নিয়োগ পেয়েছেন,তার পিতা সৈয়দ এনামুল হক পূবালী ব্যাংক লি. এর সিনিয়র প্রিন্সিপাল অফিসার। তাদের গ্রামের বাড়ি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার কদমরসুল গ্রামে।



তিনি এ বছরই মিশিগান রাজ্যের ওয়েন স্টেইট ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিংয়ে উচ্চতর ডিগ্রী সম্পন্ন করেছেন। 
পেইন্টিং ডিজাইনে পারদর্শী হওয়ার সুবাদে ২০০৯ সালে পিতা-মাতার সাথে যুক্তরাষ্ট্রে যান। কারেজ কারনে তার বাবা সিলেটে অবস্তান করলেও মা ফেরদৌসী চৌধুরী সাথে একমাত্র ভাই সৈয়দ সামিউল হক তার সাথেই যুক্তরাষ্ট্রে থাকেন।

সৈয়দ সামিউল হক একজন ইউএস আর্মি কর্মকর্তা। তারা সিলেট নগরীর কাজীটুলাস্থ হক ভবনের স্থায়ী বাসিন্দা।
নাসা অ্যামাজন সহ বিশ্বের অনেক খ্যাতনামা কোম্পনী থেকে তিনি চাকরির অফার পেয়েছেন। কিন্তু এর মধ্যে নাসাকেই বেছে নেন তিনি। আর সাথে বাড়িয়ে দিলেন সিলেটের সম্মান। সিলেট'কে আরেক দফায় Worldwide করে দিলেন।

Comments

Popular posts from this blog

একজন -এ নিজেকে বেশ ভালো ফুটিয়ে তুলেছেন নাসিম শাহ

সম্প্রতি SR101 Music এর ব্যানারে মুক্তি পেয়েছে একজন শিরোনামের একটি গান। গানটি মূলত একটি বাস্তব ঘটনার উপর নির্ভর করে বানানো হয়েছে তবে কার সাথে ঘটেছে এই হৃদয়বিদারক ঘটনা টি তা জানা যায় নি। গানটি তে C-Let এর র‍্যাপের সাথে সুর দিয়েছেন সিলেটের জগন্নাথপুরের এক উদীয়মান তরুণ শিল্পী নাসিম শাহ। নাসিমের গান শেখা মূলত তার চাচার কাছ থেকে। তার চাচা শাহ জামাল তাকে হাতে ধরে গান শিখিয়েছেন আর অনুপ্রেরণা পেয়েছেন বাবার কাছ থেকে। এ বিষয়ে নাসিমের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আমার একমাত্র চাচা শাহ জামাল আমাকে গান শিখিয়েছেন আর আমার বাবা আমাকে কখনো নিরুৎসাহিত করেন নি ছোট বেলা থেকেই আমি ফ্রিডম পেয়েছি গানের ব্যাপারে আমার পরিবার থেকে তাই আজকে আমি যতটুকু সফল হয়েছি বা কাজ পাচ্ছি সব আমার পরিবারের জন্য তারা যদি আমাকে সাপোর্ট না করতো আমি হয়তো এই পর্যন্ত আসতে পারতাম না। একজন শিরোনামের গানটি সিলেটের সুনামধন্য মিউজিক লেবেল SR101 Music এর ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে গানটি তে এখন পর্যন্ত ৭০ হাজারেরও বেশি মানুষ দেখেছে। এছাড়াও গানটিতে মডেল হিসেবে ছিলেন Rhythmsta ও Aanfi সব মিলিয়ে গানটি অসাধারণ হয়েছে নাসিম বলেন, আপনারা

Viral শব্দের যখন জন্ম হয়নি তখন থেকে আমি Viral- C-Let

গত ২৮ এপ্রিল মুক্তি পায় বহুল আলোচিত গান ওউ ল' সাইফার গানটি ফকির লাল মিয়াকে ডিস করে বানানো হয়েছে, বেশ কিছু দিন আগে ফকির লাল মিয়ার একটা গান মুক্তি পেয়েছিলো "ছাতক সাইফার" শিরনামে সেই গানে সিলেটের জনপ্রিয় হিপহপ ক্রো'র CEO C-Let Ahmed -কে খোচা দিয়ে বেশ কিছু লাইন রেখেছিলেন ফকির লাল মিয়া ও তার সাথের জুনিয়র আর্টিস্টরা। পাল্টা জবাবে C-Let বের করেছেন তার নতুন গান ওউ ল' সাইফার। এর আগেও C-Let ও লাল মিয়ার অনেক বিফ বের হয়েছিলো আর এটাকে কেন্দ্র করে লাল মিয়ার ফ্যানরা বলছেন C-Let শুধু মাত্র ভাইরাল হওয়ার জন্য লাল মিয়াকে ডিস করে। এটার জবাবে BD Hip-Hop এ জনপ্রিয় মুখ, নাজমুল হুদার সঞ্চালনায় "O Yea Bangladesh" এর ইন্টারভিউ অনুষ্ঠানে এসে C-Let বলেছেন, ভাইরাল শব্দটার তখন জন্ম-ই হয়নি যখন আমি ভাইরাল হয়েছিলাম। আমার 'মা' গান তার উদাহারণ আমি ফকির লাল মিয়াকে ভাইরাল হওয়ার জন্য ডিস করিনা কখনো। তিনি আরো বলেন, যখন তারা 'ছাতক সাইফার' রিলিজ করেছিলো আমি বাংলাদেশে ছিলাম, তখন আমার জীবনে পারিবারিক ও ব্যক্তিগত অনেক সমস্যা চলছিলো আমি মানসিক ভাবে ভেঙ্গে পড়েছিলাম গানটি শুনে এম

নায়িকার ঘড়ি কত দামে কেনা খবর ছাপছে পত্রিকা -গালিবয় রানা Bangla Beat

গত কাল ১১ অক্টোবর আবরার ফাহাদকে Dedicate মুক্তি পায় দেশের জনপ্রিয় র‍্যাপার গালিবয় রানা ও মাহমুদ হাসান তাবিব এর গান হিপহপ পুলিশ। গানটি মুক্তি পায় তাবিবের অফিসিয়াল ইউটিউব চ্যানেল "তাবিব মাহমুদ" -এ গানটিতে তারা তুলে ধরেছেন দেশের বাস্তব চিত্র ঘুষ অনিয়ম, ক্যাসিনো, আদালতে বিচার নেই, পর্দা দুর্নীতি, বালিশ দুর্নীতি, থেকে শুরু করে শেয়ার মার্কেটের লুট কোনোটাই বাদ যায়নি। গানের কথাগুলো থেকে যেন দেশের বাস্তব চিত্র ফুটে উঠছে। তাবিব গানের মধ্যে বলেন ঘুষ চাইলেই তার গাল দু'টু লাল করে দিবেন আরো বলেন আপন বাবাও যদি ঘুষ খায় তবে তাকে ছেড়ে চলে যেতে। গানের মধ্যে যে লাইনগুলো সবাইকে নাড়া দেয় সেটা হলো, "রাজত্ব স্রষ্টার যারে খুশি তারে দেন যার থেকে খুশি তার থেকে সেটা কেড়ে নেন" এই গানরে কথা লিখেছেন তাবিব নিজেই। এর আগে তিনি রানার সাথে করেছেন মোট ৫টি গান তার মধ্যে  গালিবয় রানা পার্ট-৩ এই পর্যন্ত মানুষ সবচেয়ে বেশি দেখেছে শুধু ইউটিউবে ৬.৬ মিলিয়ন মানুষ দেখেছেন সেই গান। সব মিলিয়ে আরেকটি গান পেয়ে তাদের ভক্তরা আনন্দিত গানটি দেখতে এইখানে ক্লিক করুন→   হিপহপ পুলিশ আ