Skip to main content

Posts

রোমানা আফরিন এর মতো দেহ ব্যবসায়ীর যায়গা সিলেট নয় - নাজ ও পার্থ ভাই

Recent posts

একজন -এ নিজেকে বেশ ভালো ফুটিয়ে তুলেছেন নাসিম শাহ

সম্প্রতি SR101 Music এর ব্যানারে মুক্তি পেয়েছে একজন শিরোনামের একটি গান। গানটি মূলত একটি বাস্তব ঘটনার উপর নির্ভর করে বানানো হয়েছে তবে কার সাথে ঘটেছে এই হৃদয়বিদারক ঘটনা টি তা জানা যায় নি। গানটি তে C-Let এর র‍্যাপের সাথে সুর দিয়েছেন সিলেটের জগন্নাথপুরের এক উদীয়মান তরুণ শিল্পী নাসিম শাহ। নাসিমের গান শেখা মূলত তার চাচার কাছ থেকে। তার চাচা শাহ জামাল তাকে হাতে ধরে গান শিখিয়েছেন আর অনুপ্রেরণা পেয়েছেন বাবার কাছ থেকে। এ বিষয়ে নাসিমের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আমার একমাত্র চাচা শাহ জামাল আমাকে গান শিখিয়েছেন আর আমার বাবা আমাকে কখনো নিরুৎসাহিত করেন নি ছোট বেলা থেকেই আমি ফ্রিডম পেয়েছি গানের ব্যাপারে আমার পরিবার থেকে তাই আজকে আমি যতটুকু সফল হয়েছি বা কাজ পাচ্ছি সব আমার পরিবারের জন্য তারা যদি আমাকে সাপোর্ট না করতো আমি হয়তো এই পর্যন্ত আসতে পারতাম না। একজন শিরোনামের গানটি সিলেটের সুনামধন্য মিউজিক লেবেল SR101 Music এর ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে গানটি তে এখন পর্যন্ত ৭০ হাজারেরও বেশি মানুষ দেখেছে। এছাড়াও গানটিতে মডেল হিসেবে ছিলেন Rhythmsta ও Aanfi সব মিলিয়ে গানটি অসাধারণ হয়েছে নাসিম বলেন, আপনারা

স্বপ্ন ভাঙ্গার গল্পের সাফল্যের পরে এখন আসছে স্বপ্ন ভাঙ্গার গল্প ২.০ - Bangla Beat

স্বপ্ন ভাঙ্গার গল্প গানের সাফল্যের পরে পার্থ ভাই এখন নিয়ে আসছেন গানটির ২য় পর্ব এমন খবর পাওয়া যায় পার্থ ভাইয়ের ফেইসবুক পোস্ট থেকে। স্বপ্ন ভাঙ্গার গল্প ছিলো একটি হৃদয় ক্ষরণের গল্প যেখানে তুলে ধরা হয়েছিলো লাখো তরুণদের হৃদয় ভাঙ্গার গল্পের কথা কম বেশি সবাই গানটির সাথে নিজের ব্যাক্তিগত জীবনের মিল পেয়েছিলো। এবার আসছে গানটির ২য় পর্ব তাই শ্রোতা মহলে একটি প্রশ্ন থেকে যায় গানটির ২য় পর্ব কি প্রথমটার থেকে ভালো হবে? সেই উত্তর খুঁজতে টিম বাংলা বিট পার্থ ভাইয়ের সাথে যোগাযোগ করে এবং বাংলা বিট-কে পার্থ ভাই বলেন, দেখুন স্বপ্ন ভাঙ্গার গল্পে মানুষের ভিতরের মানুষটার কথা ছিলো সেখানে আমি উল্লেখ করেছিলাম টাকার জন্য অনেক মেয়েরা তাদের প্রেমিক'কে ছেড়ে চলে যায় তাই গানটির সাথে সবাই নিজের গল্পকে কানেক্টে করতে পেরেছে আর আমি তো গানের শুরুতেই বলেছিলাম যে ''এই গল্পটা লক্ষ্য মনের গল্প একা আমার না" তবে হ্যা আমি আমার শ্রোতাদেরকে বলতে চাই স্বপ্ন ভাঙ্গার গল্প ২.০ এটি আগেরটা থেকে আরো বিগ বাজেটের একটি গান এবং এটা আগেরটা থেকে আরো বেশি ভালো হবে, আমি এটির উপর অনেক ফোকাস দিচ্ছি কারন আমাকে মানুষ এতো ভালোবাসা দিয়েছ

Viral শব্দের যখন জন্ম হয়নি তখন থেকে আমি Viral- C-Let

গত ২৮ এপ্রিল মুক্তি পায় বহুল আলোচিত গান ওউ ল' সাইফার গানটি ফকির লাল মিয়াকে ডিস করে বানানো হয়েছে, বেশ কিছু দিন আগে ফকির লাল মিয়ার একটা গান মুক্তি পেয়েছিলো "ছাতক সাইফার" শিরনামে সেই গানে সিলেটের জনপ্রিয় হিপহপ ক্রো'র CEO C-Let Ahmed -কে খোচা দিয়ে বেশ কিছু লাইন রেখেছিলেন ফকির লাল মিয়া ও তার সাথের জুনিয়র আর্টিস্টরা। পাল্টা জবাবে C-Let বের করেছেন তার নতুন গান ওউ ল' সাইফার। এর আগেও C-Let ও লাল মিয়ার অনেক বিফ বের হয়েছিলো আর এটাকে কেন্দ্র করে লাল মিয়ার ফ্যানরা বলছেন C-Let শুধু মাত্র ভাইরাল হওয়ার জন্য লাল মিয়াকে ডিস করে। এটার জবাবে BD Hip-Hop এ জনপ্রিয় মুখ, নাজমুল হুদার সঞ্চালনায় "O Yea Bangladesh" এর ইন্টারভিউ অনুষ্ঠানে এসে C-Let বলেছেন, ভাইরাল শব্দটার তখন জন্ম-ই হয়নি যখন আমি ভাইরাল হয়েছিলাম। আমার 'মা' গান তার উদাহারণ আমি ফকির লাল মিয়াকে ভাইরাল হওয়ার জন্য ডিস করিনা কখনো। তিনি আরো বলেন, যখন তারা 'ছাতক সাইফার' রিলিজ করেছিলো আমি বাংলাদেশে ছিলাম, তখন আমার জীবনে পারিবারিক ও ব্যক্তিগত অনেক সমস্যা চলছিলো আমি মানসিক ভাবে ভেঙ্গে পড়েছিলাম গানটি শুনে এম

বিডি হিপহপে পার্থ অঘোষিত কিং - Bangla Beat

দীর্ঘ এক বছর পরে পার্থ ভাই ফিরেছেন তার নতুন গান আন্ডারগ্রাউন্ড নিয়ে। প্রায় এক বছর আগে দিয়েছিলেন সিলেটি স্ট্রোম গান এর পরে আর দেখা যায় নি সিলেটের এই ভাইজান কে। বুঝাই যাচ্ছিলো যে যখন আসবেন তখন ভালো কিছু নিয়েই আসবেন আর তাই হলো নিজে তো এসেছেন সাথে অভিষেক করিয়েছেন জাকির কেও। হ্যা ঠিক পড়েছেন জাকির নামে একজন নতুন উদীয়মান র‍্যাপার কে নিয়েছেন তার গানে। পার্থ ভাই এই গানে অনেক কিছু বলেছেন তার সাথে কি কি হয়েছে সেটা খুব সুন্দর ভাবেই তুলে ধরেছেন নতুন নতুন র‍্যাপারদের সর্তক করে বলেন, তোমরা যেগুলো ২০২১-২২ এ করছো সেটা আমি ১৬-১৭ তে শেষ করে দিয়েছি। পার্থ ভাই আরো বলেন, ভিউজ কোনো বিষয় না মানুষের ভালোবাসাটাই আসল বিষয় আর নিজেকে এই গানে তিনি বিডি হিপহপের অঘোষিত কিং দাবি করেছেন। তার গানে আরো বলেন, কেউ একজন কে আমি সাপোর্ট দিয়েছিলাম বলে আজ হিপহপ করছে কিন্তু এখন সে ভাড়া করে গাড়ি এনে আমাকেই ডিস করে বেড়ায়, আর এই ধরনের মানুষকে দেখলে সাপ লজ্জা পায় বলে জানান পার্থ ভাই। অন্য দিকে জাকির বলেন আমি ৪ বছর আগে প্যারিস এসেছি অনেক স্ট্রাগল করেছি তাই আজ আমার একেক ফুটা ঘামের মূল্য হাজার ইউরো। সব মিলিয়ে গানটি অসাধারণ হয়েছে অ

বের হয়েছে ফুহাদের যুদ্ধে চল - Bangla Beat

ফুহাদ শাফি বাংলা হিপহপ এর এক উদীয়মান তরুণের নাম যার কন্ঠে প্রকাশ পেয়েছে আগুনঝরা দুপুরে মতো কঠিন বাক্য যা এর আগে বাংলা হিপহপে খুব কম র‍্যাপারাই করতে পেরেছেন সবাই এই ধরনের গান লিখতে পারে না সবার মধ্যে ঐ অদম্য শক্তি থাকে না থাকবেই বা কি করে এটা তো সৃষ্টিকর্তার কাছ থেকেই আসে আর তেমনই এসেছে ফুহাদ শাফির কাছে। প্রথমে মানুষ সর্বশ্রেষ্ঠ, এর পরে মানবনীতি, আর এখন যুদ্ধে চল। এই তিনিটি গানেই ফুটে উঠেছে বর্তমান সমাজের চিত্র মানুষের অধপতনের কথাও তুলে ধরেছেন ফুহাদ। যুদ্ধে চল গানের কথা লিখেছেন ফুহাদ নিজেই গানটির অডিওর করেছেন Andronyx, সিনেমেটোগ্রাফার ছিলেন আবরার জাহিন। ফুহাদ তার গানে বলেন, "আত্মা খুশি জীবন যাপন শান্তি ময়ী তৃপ্তি সাধন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই কিন্তু আপন জন" তার সাথে কথা বলে জানা যায় যে, তিনি এই ধরনের গান করতে পছন্দ করেন সমাজে যে কালো আবরণ পড়েছে সেটা তুলে ফেলতে চান সবাই নির্বিশেষে মানুষ এটা বুঝতে চান কারন এটা এখন সবাই ভুলে গেছে। তিনি আরো বলেন, সমাজে এখন খুন, চিনতাই, চুরি, গরিবের হক মেরে খাওয়া এইগুলো ব্যপকভাবে ছড়িয়ে পরেছে এইগুলোকে বন্ধ না করতে পারলে সমাজ পরিনত হবে রাক্

আমার ডিপ্রেশন এসেছে নোমানের কন্ঠে - Bangla Beat

মানুষ যখন খারাপ সময় পাড় করে তখন এক ধরনের একাকিত্ব চলে আসে। তখন শুধু একা থাকতে মন চায় যেন মানুষের সাথে মিশতে অনেক অস্বস্থিকর মনে হয়। অন্ধকার ভালো লাগে তখন আর এটাকেই মনোবিজ্ঞানীরা নাম দিয়েছেন ডিপ্রেশন। আর এই ডিপ্রেশন থেকে অনেকেই বের হতে পারেন না, কেউ বেচে নেন নেশা করা কেউবা বেচে আত্মহত্যার মতো জঘন্য পথ। আর এই একাকিত্ব যখন গ্রাস করে নেয়,তখন চার দিকে অন্ধকার লাগে এটাই ডিপ্রেশন।আর এই ডিপ্রেশন বাস করে মানুষের মনে যা ওপর থেকে কাউকে বোঝাতে পারে না।আর সেটাই তুলে ধরলেন নোমান আরাফ তার নতুন গান আমার ডিপ্রেশন এর মাধ্যমে। গানটির কথা লিখেছেন নোমান নিজেই অডিওর কাজ করেছেন এমজি সুমন আর গানটির সিনেমেটোগ্রাফার ছিলেন খান সাহেব। নোমান আরাফের সাথে কথা বলে জানা যায়, তিনি এই গান ডিপ্রেশনে থাকা মানুষগুলোর জন্য করেছেন যেন সবাই এটা বুঝতে পারে দিন শেষে কোনো না কোনো একটা সময় ডিপ্রেশন থাকবে না এটা চলে যাবে। তিনি আরো বলেন আমি যখন খুব ডিপ্রেশনে চলে যাই তখন ডিপ্রেশন নিয়ে না ভেবে আমি এটা থেকে বের হবার উপায় খুজি অনেক সময় তো আমি গানও লিখে ফেলি। নোমান আরো বলেন, ডিপ্রেশন একটা কালো ছায়া ঠিক যেমন সূর্য কে মেঘে ঢেকে দিয়ে