স্বপ্ন ভাঙ্গার গল্প গানের সাফল্যের পরে পার্থ ভাই এখন নিয়ে আসছেন গানটির ২য় পর্ব এমন খবর পাওয়া যায় পার্থ ভাইয়ের ফেইসবুক পোস্ট থেকে। স্বপ্ন ভাঙ্গার গল্প ছিলো একটি হৃদয় ক্ষরণের গল্প যেখানে তুলে ধরা হয়েছিলো লাখো তরুণদের হৃদয় ভাঙ্গার গল্পের কথা কম বেশি সবাই গানটির সাথে নিজের ব্যাক্তিগত জীবনের মিল পেয়েছিলো।
এবার আসছে গানটির ২য় পর্ব তাই শ্রোতা মহলে একটি প্রশ্ন থেকে যায় গানটির ২য় পর্ব কি প্রথমটার থেকে ভালো হবে? সেই উত্তর খুঁজতে টিম বাংলা বিট পার্থ ভাইয়ের সাথে যোগাযোগ করে এবং বাংলা বিট-কে পার্থ ভাই বলেন,
দেখুন স্বপ্ন ভাঙ্গার গল্পে মানুষের ভিতরের মানুষটার কথা ছিলো সেখানে আমি উল্লেখ করেছিলাম টাকার জন্য অনেক মেয়েরা তাদের প্রেমিক'কে ছেড়ে চলে যায় তাই গানটির সাথে সবাই নিজের গল্পকে কানেক্টে করতে পেরেছে আর আমি তো গানের শুরুতেই বলেছিলাম যে ''এই গল্পটা লক্ষ্য মনের গল্প একা আমার না" তবে হ্যা আমি আমার শ্রোতাদেরকে বলতে চাই স্বপ্ন ভাঙ্গার গল্প ২.০ এটি আগেরটা থেকে আরো বিগ বাজেটের একটি গান এবং এটা আগেরটা থেকে আরো বেশি ভালো হবে,
আমি এটির উপর অনেক ফোকাস দিচ্ছি কারন আমাকে মানুষ এতো ভালোবাসা দিয়েছে যেটার যথাযথ সম্মান আমি ফেরত দিতে চাই তাদেরকে।
পার্থ ভাই আরো বলেন গানটি আমি মে মাসের ১৫ তারিখ রিলিজ করবো আমার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে, সবাই আমার জন্য দোয়া করবেন আশাকরি সবাই আগের মতো আমাকে সাপোর্ট করে যাবেন
Blogger: Jibon Ibn Ali
সম্প্রতি SR101 Music এর ব্যানারে মুক্তি পেয়েছে একজন শিরোনামের একটি গান। গানটি মূলত একটি বাস্তব ঘটনার উপর নির্ভর করে বানানো হয়েছে তবে কার সাথে ঘটেছে এই হৃদয়বিদারক ঘটনা টি তা জানা যায় নি। গানটি তে C-Let এর র্যাপের সাথে সুর দিয়েছেন সিলেটের জগন্নাথপুরের এক উদীয়মান তরুণ শিল্পী নাসিম শাহ। নাসিমের গান শেখা মূলত তার চাচার কাছ থেকে। তার চাচা শাহ জামাল তাকে হাতে ধরে গান শিখিয়েছেন আর অনুপ্রেরণা পেয়েছেন বাবার কাছ থেকে। এ বিষয়ে নাসিমের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আমার একমাত্র চাচা শাহ জামাল আমাকে গান শিখিয়েছেন আর আমার বাবা আমাকে কখনো নিরুৎসাহিত করেন নি ছোট বেলা থেকেই আমি ফ্রিডম পেয়েছি গানের ব্যাপারে আমার পরিবার থেকে তাই আজকে আমি যতটুকু সফল হয়েছি বা কাজ পাচ্ছি সব আমার পরিবারের জন্য তারা যদি আমাকে সাপোর্ট না করতো আমি হয়তো এই পর্যন্ত আসতে পারতাম না। একজন শিরোনামের গানটি সিলেটের সুনামধন্য মিউজিক লেবেল SR101 Music এর ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে গানটি তে এখন পর্যন্ত ৭০ হাজারেরও বেশি মানুষ দেখেছে। এছাড়াও গানটিতে মডেল হিসেবে ছিলেন Rhythmsta ও Aanfi সব মিলিয়ে গানটি অসাধারণ হয়েছে নাসিম বলেন, আপনারা
Comments
Post a Comment