Skip to main content

Posts

Showing posts from October, 2019

৪ লাখের কাছাকাছি Depression - Bangla Beat

গত ১৭ আগস্ট মুক্তি পায় জি আর তন্ময় এর ডিপ্রেশন গানটি মুক্তির পরে থেকেই বেশ ভালো সাড়া পাচ্ছেন তন্ময়, গানটি দিয়ে শ্রুতাদের মন জয় করে নিয়েছেন তন্ময় গানটিন এই পর্যন্ত ইউটিউবে দেখা হয়েছে ৩ লক্ষ ৯৫ হাজার এরও বেশি এবং প্রায় ২ হাজারের মতো মানুষ কমেন্ট করেছেন এছাড়া গানটি জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ফেইবুকের বিভিন্ন পেইজে আপলোড করে হয়েছে আর সেখান থেকেও ভালো সারা পাওয়া যাচ্ছে ,ফেইসবুকে গানটি দেখা হয়েছে ১ লাখেও বেশি আর ধারাবাহিকতা বজায় রাখতে গত ২২ অক্টোবর আবার আরেকটি গান দিলেন ভক্তদের'কে সেই গআনের শিরোনাম "বাবা" মুক্তির ২দিন পরেই তুলে নিয়েছে ২৫হাজার ভিউ কিছু দিন আগে তন্ময় Detos Rapsta নামের একটি প্রতিযোগীতায় অংশগ্রহয় করেন সেখানেও বেশ ভালোই করেছিলেন তিনি গানটির কথা সুর আর প্রযোজক তন্ম নিজেই গানটির কথা নিইচে দেয়া হলো Depression Lyrics: 1st Verse: আমার অসমাপ্ত পেরা আমারে দিয়া গেলো কেরা সময় টাও আজকে বেইমান লগে আমার চলা ফেরা দূঃখ্য হইলো কেন জাগ্রত পেরা হইলো আমার দাসি ভবে কেন যে আইলাম আমি কেরা হাইসা দিলো ফাসি দেখবার চাইতাছিতো কাফন কেউ নাইতো আমার আপন আমি যারে ভাবছি আপ

৮০'র ঘরে "লাগাম দে" - Bangla Beat

গত ৬ -ই সেপ্টেম্বর মুক্তি পায়   Bangy ft. Kayo Bt জনপ্রিয় গান “লাগাম দে” গানটি এই পর্যন্ত ইউটিউবে মানুষ দেখেছে ৮০,০০০ (আশি হাজার) এরও বেশি। তবে বেশ ভালোই বুঝা যাচ্ছে যে লাখের ঘরে যেতে বেশিও দিন   বাকি   নয়। বেশ অনেক দিন র‍্যাপ জগত থেকে দূরে থাকেন এই দুই খ্যাতিমান র‍্যাপার। আর ফিরে এসেই দেখালেন নিজেদের জমানো চমক, বন্দুক হাতে মিউজিক ভিডিও টাও যেন বারুদ। তারা যে, র‍্যাপ থেকে বিদায় নেন নি বা কিছুই এড়িয়ে যাচ্ছেন না সেই ইঙ্গিতটাওঁ দিয়ে দিলেন এই গান দিয়ে। BBC Hood   এর   Kayo ’র রক্ত গরম করা র‍্যাপের অপেক্ষায় যেন ছিল ভক্তরা। চিরচেনা সেই কন্ঠে আবারও তিনি ফিরে আসলেন। নিজের জায়গাটা যেন পাকাপুক্ত করেই রেখে দিলেন   BBC   Hood    এর   Kayo BT.   তার সর্বশেষ জনপ্রিয় গান হলো “বোরকাওয়ালি মেয়ে” অবশ্য তার সাথে বাংলা ও ইংরেজিতে লঙ্কার মতো র‍্যাপ মিলিয়েছেন সিলেটের আরেক খ্যাতিমান র‍্যাপার   SR101   এর সদস্য   Bangy Rahman দীর্ঘ অনেক দিন ছিলেন র‍্যাপ জগতের বাহিরে ফিরে এসে দেখিয়ে দিলেন যেন, অনেক দিন পরে কথার স্পার্কটা জায়গাতেই আছে , র‍্

এমিনেম এখন পর্যন্ত পৃথিবীর সবচেয়ে বড় র‍্যাপার - BANGLA BEAT

মার্শাল ব্রুশ মাদারস (Marshall Bruce Mathers) জন্ম ১৭ই অক্টোবর, ১৯৭২ সালে। তার মঞ্চ নাম হল -  এমিনেম  (Eminem), একজন আমেরিকান ইংরেজি র‍্যাপার, রেকর্ড প্রযোজক এবং অভিনেতা। এমিনেম অতি তাড়াতাড়ি বিখ্যাত হয়ে যান তার দ্বিতীয় অ্যালবাম (The Slim Shady LP) দিয়ে যা গ্রেমি পুরস্কার পেয়েছিল বেস্ট র‍্যাপার অ্যালবাম হিসেবে।  এরপরের অ্যালবাম (The Marshall Mathers LP) আমেরিকার সঙ্গীত ইতিহাসের মধ্যে সবচেয় তাড়াতাড়ি বিক্রিত অ্যালবাম হিসেবে খ্যাতি অর্জন করে। (এমিনেম) এমিনেমের একটা গ্রুপ রয়েছে যার নাম হল D12। এমিনেম বিশ্বের অন্যতম সেরা এলবাম বিক্রি হওয়া শিল্পী এবং ২০০০-১০ এর সেরা এলবাম বিক্রি হওয়া শিল্পী। তাকে কালের অন্যতম সেরা শিল্পী হিসেবে তালিকাভুক্ত করা হয়। অনেক ম্যাগাজিন তাকে এই তালিকায় স্থান দিয়েছে এবং রোলিং স্টোন ম্যাগাজিন তাকে ৪ নং স্থান দিয়েছে সেরা ১০০ জন এর তালিকায়। ঐ ম্যাগাজিন ই তাকে  উপাধিটি দিয়েছে। D12 এর সাথে তার Bad Meets Evil কাজটি সহ তিনি ১০টি ১ম স্থান অধিকারি অ্যালবাম পেয়েছেন Billboard 200 এ। তিনি ৪০কোটি ২০ লক্ষ গান বিক্রি করেছেন এবং প্রায় ৪০ কোটি ১৫ লক্ষ

Gully Boy Rana Dedicates New Track to Buet’s Abrar

The Music Hiphop Police , Dedicated to the recently murdered Buet (Bangladesh University of Engineering and Technology) student Abrar Fahad Popular Bangladeshi rapper Rana Mridha, commonly known as the Dhakaiya Gully Boy, released on Friday a new track titled ‘Hiphop Police’, dedicated to the recently murdered Buet (Bangladesh University of Engineering and Technology) student Abrar Fahad. The music video was published on the official YouTube channel of Rana’s lyricist and composer Mahmud Hasan Tabib, who also performed with Rana in the video.                  (GullyBoy Rana And Tabib Mahmud) A photo of Abrar, along with a caption reading “Abrar Fahad is still alive in our freedom of speech”, is shown at the start of the video.  The subject matter of ‘Hiphop Police’ spans recent heinous murders and the corruption being reported in newspapers everyday. Tabib recently told the press: “Music plays an important part in changing our society and I think hip hop plays an e

নায়িকার ঘড়ি কত দামে কেনা খবর ছাপছে পত্রিকা -গালিবয় রানা Bangla Beat

গত কাল ১১ অক্টোবর আবরার ফাহাদকে Dedicate মুক্তি পায় দেশের জনপ্রিয় র‍্যাপার গালিবয় রানা ও মাহমুদ হাসান তাবিব এর গান হিপহপ পুলিশ। গানটি মুক্তি পায় তাবিবের অফিসিয়াল ইউটিউব চ্যানেল "তাবিব মাহমুদ" -এ গানটিতে তারা তুলে ধরেছেন দেশের বাস্তব চিত্র ঘুষ অনিয়ম, ক্যাসিনো, আদালতে বিচার নেই, পর্দা দুর্নীতি, বালিশ দুর্নীতি, থেকে শুরু করে শেয়ার মার্কেটের লুট কোনোটাই বাদ যায়নি। গানের কথাগুলো থেকে যেন দেশের বাস্তব চিত্র ফুটে উঠছে। তাবিব গানের মধ্যে বলেন ঘুষ চাইলেই তার গাল দু'টু লাল করে দিবেন আরো বলেন আপন বাবাও যদি ঘুষ খায় তবে তাকে ছেড়ে চলে যেতে। গানের মধ্যে যে লাইনগুলো সবাইকে নাড়া দেয় সেটা হলো, "রাজত্ব স্রষ্টার যারে খুশি তারে দেন যার থেকে খুশি তার থেকে সেটা কেড়ে নেন" এই গানরে কথা লিখেছেন তাবিব নিজেই। এর আগে তিনি রানার সাথে করেছেন মোট ৫টি গান তার মধ্যে  গালিবয় রানা পার্ট-৩ এই পর্যন্ত মানুষ সবচেয়ে বেশি দেখেছে শুধু ইউটিউবে ৬.৬ মিলিয়ন মানুষ দেখেছেন সেই গান। সব মিলিয়ে আরেকটি গান পেয়ে তাদের ভক্তরা আনন্দিত গানটি দেখতে এইখানে ক্লিক করুন→   হিপহপ পুলিশ আ

বেশ ভালোই সাড়া পাচ্ছেন Opu আর Bangy - Bangla Beat

বেশ ভালোই সাড়া পাচ্ছেন অপু - Bangla Beat গত ৬ অক্টোবর মুক্তি পায় সিলেটের দুই সংগীত শিল্পী OPU RAHMAN ও BANGY RAHMAN এর গান "প্রিয়া রে প্রিয়া" গান গানটির মিউজিক ভিডিও মুক্তি পায় অপু'র নিজের ইউটিউব চ্যানেল OR Music Event -এ বেশ ভালোই সাড়া পাবেন বলে আশাবাদি তিনি। গানটিতে অপুর সাথে র‍্যাপ মিলেয়েছেন আরেক র‍্যাপার BANGY RAHMAN আর তাদের সাথে অভিনয় করেছেন TASHNIMA, SHAFAT, NAZ RAHMAN, ANDI গানটির মিউজিক ভিডিও EDIT করেছেন অপু নিজেই গানটির র‍্যাপ অংশের কথা লিখেছেন BANGY RAHMAN আর অন্য অংশের কথা লিখেছেন DIPU RAHMAN গানটি দিয়ে আবার BACK করেছেন অপু, সিলেটের অপুর বেশ কয়েকটি গান রয়েছে এর মধ্যে দেশের সনামধন্য গায়ক আরফিন রুমি'র সাথেও একটি গান রয়েছে "তুমি বিহনে", "দিন গেলে" গান দুটি খুব জনপ্রিয়। BANGY RAHMAN ও বেশ কিছু দিন আগে দেশে আসেন BANGY আর এসেই BAD BOYS CREW এর একজন সদস্য KAYO BT সাথে একটি গান করেন। সেই গানেও বেশ ভালো সাড়া পেয়েছেন BANGY RAHMAN সব মিলিয়ে আবার OPU আর BANGY ফিরে এসেছেন তাদের সেরাটা নিয়ে। গানটি দেখতে এখানে ক্লিক করুন ➡️➡️ প্রি