কিছু মানুষ আছে যারা যে থালায় খায়, সেই থালায় পেশাব করে। অর্থাৎ অকৃতজ্ঞ, অমানুষ। এমন-ই একজনের নাম গোলাম রাব্বি। ১ মাস আগে বাংলাদেশের হিপহপ রিলেটেড একটি জনপ্রিয় ইউটিউব চ্যানেল "O Yea Bangladesh" এ ইন্টারভিউতে ডাকা হয় তাকে। সেখানে তাকে প্রশ্ন করা হয় তার পছন্দের আর্টিস্ট কারা, উত্তরে সে নাম বলার সাথে সাথে অনেক অপ্রাসঙ্গিক বিষয় বলে সমালোচনায় পরেন। উল্লেখযোগ্য "BD Rappers রা NYC থেকে সব কপি করে"। কিন্তু সমস্যা তখনই বাধে যখন তার এসকল অপ্রাসঙ্গিক কথার জন্য সে দোষ চাপিয়ে দেয় "O yea Bangladesh" চ্যান্যালের ঘাড়ে। একটি ফেইবুকে পোস্টে সে বলেন, O Yea Bangladesh -এ আমি যে ইন্টারভিউ দিয়েছি সেটা ছিল ২ ঘন্টার। কিন্তু "O yea Bangladesh" থেকে আজ একটি ভিডিও আসে এ বিষয়ে, যেখানে দেখা যায় সম্পূর্ণ ভিডিওটি ছিল ১৭ মিনিট ৩০ সেকেন্ডের (Uncut)। সে আরো বলে, দেশে অনেকে আর্টিস্টরাই নতুন Style Create করেছে, ভাল কাজ করছে এসব নাকি সে Interview তে বলেছিল। যার সত্যতার ছিটাফোঁটাও আজকের Uncut ভিডিওতে দেখা যায় নি। পরর্বতীতে কেউ ইন্টারভিউতে গেলে কি করতে হবে, এটাও সে পোস্টে জানায়। অনেকের মতে এর মাধ্যমে সে 'O yea Bangladesh' এর "BD Hip-hop" এ মানহানির চেষ্টা করেছে।
"O yea Bangladesh" নিয়ে পর্যালোচনা করলে যা বুঝা যায়, তারা বাংলাদেশের সব র্যাপার Mainstream এ উঠে আসুক এটাই চান এবং সকল Underground Rappers দের দলমত নির্বীশেষে তাদের Plateform ব্যাবহারের সুযোগ দিচ্ছেন। এমনকি মুম্বাই ইন্ডিয়ার Underground rapper (BGC from Gullyboy movie) কে ইন্টারভিউতে এনে দেশের মান বাড়িয়েছেন। ইন্ডিয়া, নেপালের আরো অনেক আর্টিস্টদের এই চ্যান্যালে দেখা যাবে, এমন সংবাদ কিছুদিন আগে তার একটা পোস্ট থেকে জানা যায়।
মূলকথা গোলাম রাব্বির মতো মিথ্যাবাদী Rappers যদি Mainstream এ আসতে পারে তাহলে, BD Hip-hop এর কি অবস্থা হবে সেটা নিয়ে অনেকের মনেই ভিতি।
Blogger: Jibon Ibn Ali
Bai or intarview link ta ase thakle den toh...dekhi
ReplyDeleteYT te ache bro dekhe nao
DeleteYT te ache bro dekhe nao
ReplyDelete