Skip to main content

Posts

Showing posts from September, 2021

Bion আমার ভাই আমি কখনো বলবো না সে আমার কারনে উঠছে - পার্থ ভাই

আজ ইউটিউবার নাজমুল হুদার একটি ইন্টারভিউতে এসেছিলেন বর্তমান সময়ের জনপ্রিয় র‍্যাপার পার্থ ভাই। ইন্টারভিউতে তিনি তার সদ্য মুক্তি পাওয়া গান নিয়ে কথা বলেন। মূলত সেখানে তিনি আরাফাত কবির কে একটা রিপ্লাইও দেন। Partho Bhai - Shan - Rapper Bion পার্থ ভাইয়ের নতুন গান Sylheti Strom এ থাকার কথা ছিলো আরাফাতেরও কিন্তু আরাফাত অন্তিমকালে গানটির জন্য না বলে দেন পার্থ ভাইকে যদিও প্রথমে আরাফাত নিজে থেকেই কথা বলেছিলেন গানটি করার জন্য কিন্তু পরে আরাফাত পার্থ ভাইকে বলেন আমি এই গান করার পরে যদি এটি ভাইরাল হয়ে যায় তাহলে মানুষ বলবে আমি তোমার সাহায্যে উঠেছি। তাই এই গান আমি করতে পারবো না। পরে পার্থ ভাই জবাবে বলেন, তুমি তো Wannabe তুমি একজন সফল আর্টিস্ট। পার্থ ভাই ক্ষোভ প্রকাশ করে সে সময় নাজমুল হুদাকে বলেন, আরাফাত আমার যায়গায় আসতে হলে আরো দশ বছর সাধনা করা লাগবে। তো এক সময় পার্থ ভাই বলেন, আমি কখনো বলবো না  Bion আমার কারনে উঠছে। হ্যা আমার সাথে গান করায় একটু প্রমোশন হইছে কিন্তু সে তার ট্যালেন্টে উঠেছে, আর আমি কখনো  এটা বলিনি কোনো যায়গায় যে আমার কারনে সে উঠেছে কারন আমার ভাই। উল্লেখ্য পার্থ ভাইয়ের সাথে Bion এর একটি গান

আলোচনায় নবাব শেখ ও নোমান এর যাদুর শহর - Bangla Beat

গত কয়েকদিন যাবত সবার মধ্যে অপেক্ষার শেষ ছিলো না তবে গত ১৯ সেপ্টেম্বর সব অপেক্ষার অবসান ঘটিয়ে মুক্তি পেয়েছে নবাবের বহুল আলোচিত গান 'যাদুর শহর'। নবাবের সাথে গানটিতে ছিলেন আরেক কীর্তিমান আর্টিস্ট নোমান আরাফ। গানটি মুক্তির পরপরই বাংলাদেশের হিপহপ ভক্তদের মাঝে বেশ সাড়া ফেলেছে। গানটিকে অনেকেই হিপহপের কালচার হিসেবে গণ্য করেছেন। গানটি মুক্তি পেয়ে সময়ের সেরা DJ Maruf এর ইউটিউব চ্যানেলে। গানটির BGM করেছেন মীর মারুফ ও নিকোলাস, সাউন্ড ডিজাইন করেছেন মীর মাসুম। গানটির আউটফিট করেছে Urban Vibe আর ভিডিও প্রোডাকশন করেছে DCC. যাদুর শহর গানটি ইউটিউবে শুনতে নিচের লিংকে ক্লিক করুন Jadur Shohor By Nobab Sheikh X Noman Araf নবাব কে এই গানের ব্যাপারে জিজ্ঞেস করলে তিনি Bangla Beat কে বলেন, এই গানটার পিছনের রহস্য হচ্ছে একটা Bangla গ্যাংস্টার মুভি হবে  যে মুভিতে এক এলাকার সাথে আরেক এলাকার গ্যাঞ্জাম লাগবে। আর তারা যখন গাড়ি ,বাইক নিয়ে বের হবে এই গান বাজাতে  বাজাতে যাবে, এরকম টাইপের কিছু একটা গান রেডি করতে যাওয়া থেকেই মূলত এই গানটা তৈরি করা। গানের প্রথম অংশটা আমরা সুমন ভাইয়ের (Media Bazar)studios থেকে ত

বাংলার র‍্যাপের বাপ-দাদারে রাস্তায় কেউ চেনে না - পার্থ ভাই

কয়েক দিন আগেই দেশে এসেছেন বাংলাদেশের জনপ্রিয় র‍্যাপার পার্থ ভাই। আগামী ২৩ সেপ্টেম্বর আসছে নিজের গান SYLHETI STORM.  গানটি মুক্তি পাবে পার্থ ভাইয়ের অফিসিয়াল ইউটিউব চ্যানেল "PARTHO BHAI OFFICIAL" -এ  এছাড়া গানটি একই সাথে অনলাইন স্ট্রিমিং প্লাটফর্ম iTunes, Amazon Prime Music, Saavn, Spotify -এ মুক্তি পাবে। গানটির ব্যাপারে জিজ্ঞেস করলে পার্থ ভাই বাংলা বিট কে জানান, "আমি এই গানে অনেক কিছু বলেছি দেশের অনেক ঘটনা তুলে আনার চেষ্টা করেছি, আশাকরি আমার সাপোর্টাররা সবাই গানটিকে উপভোগ করবে। আমাকে যারা সাপোর্ট করে নিসন্দেহে তারা এই গানটিও পছন্দ করবে বরাবরের মতো"। পার্থ ভাই আরো বলেন, "বাংলা র‍্যাপের বাপদাদারে রাস্তায় কেউ চেনে না" তবে এই কথা তিনি কেন বলেছেন সেটার উত্তর না দিয়ে বলেন এটার মানে কি সেটা গানটি শুনলেই বুঝবেন। তিনি বলেন গানেটির ভিডিও আমি বাংলাদেশে আসার পরে করেছি আশাকরি মিউজিক ভিডিওটি সবার ভালো লাগবে। শেষে তিনি বলেন, "আমার জন্য দোয়া করবেন যেন আরো ভালো কাজ করতে পারি ভালো কিছু দিতে পারে আমাদের সমাজকে"। Blogger: Jibon Ibn Ali

বহু অপেক্ষার পর অবশেষে মুক্তি পেতে যাচ্ছে " Bangla to India cypher 2k21"

Bangla To India 🇧🇩x🇮🇳গানটি চলতি মাসের ১৬ তারিখে " SHRABON show " ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে। গানটিতে SHRABON, 11:02 D'fari$hta,  Tasnim Talebi,  Royza,  Praakritik ও Emcee Brown আছেন। গানটি সম্পর্কে Shrabon বলেন,  " এই গানের পরিকল্পনা শুরু ২০১৯ এর শেষের দিক থেকে। গত বছর রিলিজ দেওয়ার আগে কিছু বাধার সম্মুখীন হই। সবকিছুর পরও অবশেষে গানটি মুক্তি দিতে যাচ্ছি। আর সবার শুভকামনা আশা করছি। 11:02 D'fari$ta বলেন, "  আমি আশা করছি,  এই সাইফারটি সবার ভালো লাগবে এবং আন্ডারগ্রাউন্ড এ নতুন কিছুকে সবাই ইতিবাচক ভাবে নিবে। Tasnim Talebi বলেন, " গানের মূল পরিকল্পনা শ্রাবণ করলেও গানে সবাই সমান ভাবে শ্রম দিয়েছেন। তো সেই শ্রমটার বিনিময়ে যাতে আমরা সবার কাছ থেকে ভালো কিছু পাই। praakritik বলেন, " গানটির আরেকটি উদ্দেশ্য হলো,  কিছু মানুষের ভিতরে female mc দের নিয়ে যে ভুল ধারণা,  তা দূর করা এবং female mc দের support করা। Royza বলেন " গানটির মাধ্যমে যাতে সবাই northeast এর dope rappers সম্পর্কে জানতে পারে, এটাই আশা করছি। "  FbinZ বলেন,  " ভিউজ না দেখে দক্ষতা দ

আমার কিন্তু মেয়ে ফ্যান বেশি নাই - Xplosive

সম্প্রতি আরেক বার নাজমুল হুদার একটি ইন্টারভিউতে এসেছিলেন বাংলা হিপহপের লিজেন্ডারি র‍্যাপার Xplosive. তো সেখানে অনেক র‍্যাপারদের নিয়ে কথা বলেন এক পর্যায়ে Host নাজমুলের Rapid Fire পর্বে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন Xplosive নাজমুল প্রশ্ন করে ছিলেন, বাংলাদের এর মধ্যে কার লিরিক ভালো লাগে? তো জবাবে Xplosive বলেন নিজাম রাব্বি আর তৌফিক আহমেদ, কিন্তু তৌফিক আহমেদ এর লিরিক আমার মাথার উপর দিয়ে যায়। এরপর Xplosive বলেন, জ্যাং র‍্যাপার হিসাবে তার লিরিক অনেক সাধাসিধে তাই আমি তাকে ১০ এ ৫ দিবো। এর পর কথা প্রসঙ্গে Xplosive বলেন, "আমার কিন্তু মেয়ে ফ্যান বেশি নাই সব-ই কিন্তু ছেলে ফ্যান"। তবে এই কথাও ঠিক কারন এতো কঠিন আর গ্যাঞ্জাম লিরিক শুধু ছেলেরাই পছন্দ করে আর। Xplosive আরো বলেন, আমার নতুন গান আসছে খুব শিগগিরী। গানটা আমি মানসিক সমস্যা নিয়ে লিখেছি, কারন সবাই তার জীবনে একবার হলেও মানসিক সমস্যায় ভোগেছে আর আমি সেটার উপরেই গান লিখেছি। Ads. Rapper Bion এর চ্যানেলটি নিচের Link এ Click করে Subscribe করুন। Click Here👉👉  Subscribe আমি জানি আমি মাইরালা কুপাইলা এই টাইপের লিরিক লেখি আর আমার ফ্যান যারা আছে