Skip to main content

Posts

Showing posts from May, 2023

স্বপ্ন ভাঙ্গার গল্পের সাফল্যের পরে এখন আসছে স্বপ্ন ভাঙ্গার গল্প ২.০ - Bangla Beat

স্বপ্ন ভাঙ্গার গল্প গানের সাফল্যের পরে পার্থ ভাই এখন নিয়ে আসছেন গানটির ২য় পর্ব এমন খবর পাওয়া যায় পার্থ ভাইয়ের ফেইসবুক পোস্ট থেকে। স্বপ্ন ভাঙ্গার গল্প ছিলো একটি হৃদয় ক্ষরণের গল্প যেখানে তুলে ধরা হয়েছিলো লাখো তরুণদের হৃদয় ভাঙ্গার গল্পের কথা কম বেশি সবাই গানটির সাথে নিজের ব্যাক্তিগত জীবনের মিল পেয়েছিলো। এবার আসছে গানটির ২য় পর্ব তাই শ্রোতা মহলে একটি প্রশ্ন থেকে যায় গানটির ২য় পর্ব কি প্রথমটার থেকে ভালো হবে? সেই উত্তর খুঁজতে টিম বাংলা বিট পার্থ ভাইয়ের সাথে যোগাযোগ করে এবং বাংলা বিট-কে পার্থ ভাই বলেন, দেখুন স্বপ্ন ভাঙ্গার গল্পে মানুষের ভিতরের মানুষটার কথা ছিলো সেখানে আমি উল্লেখ করেছিলাম টাকার জন্য অনেক মেয়েরা তাদের প্রেমিক'কে ছেড়ে চলে যায় তাই গানটির সাথে সবাই নিজের গল্পকে কানেক্টে করতে পেরেছে আর আমি তো গানের শুরুতেই বলেছিলাম যে ''এই গল্পটা লক্ষ্য মনের গল্প একা আমার না" তবে হ্যা আমি আমার শ্রোতাদেরকে বলতে চাই স্বপ্ন ভাঙ্গার গল্প ২.০ এটি আগেরটা থেকে আরো বিগ বাজেটের একটি গান এবং এটা আগেরটা থেকে আরো বেশি ভালো হবে, আমি এটির উপর অনেক ফোকাস দিচ্ছি কারন আমাকে মানুষ এতো ভালোবাসা দিয়েছ

Viral শব্দের যখন জন্ম হয়নি তখন থেকে আমি Viral- C-Let

গত ২৮ এপ্রিল মুক্তি পায় বহুল আলোচিত গান ওউ ল' সাইফার গানটি ফকির লাল মিয়াকে ডিস করে বানানো হয়েছে, বেশ কিছু দিন আগে ফকির লাল মিয়ার একটা গান মুক্তি পেয়েছিলো "ছাতক সাইফার" শিরনামে সেই গানে সিলেটের জনপ্রিয় হিপহপ ক্রো'র CEO C-Let Ahmed -কে খোচা দিয়ে বেশ কিছু লাইন রেখেছিলেন ফকির লাল মিয়া ও তার সাথের জুনিয়র আর্টিস্টরা। পাল্টা জবাবে C-Let বের করেছেন তার নতুন গান ওউ ল' সাইফার। এর আগেও C-Let ও লাল মিয়ার অনেক বিফ বের হয়েছিলো আর এটাকে কেন্দ্র করে লাল মিয়ার ফ্যানরা বলছেন C-Let শুধু মাত্র ভাইরাল হওয়ার জন্য লাল মিয়াকে ডিস করে। এটার জবাবে BD Hip-Hop এ জনপ্রিয় মুখ, নাজমুল হুদার সঞ্চালনায় "O Yea Bangladesh" এর ইন্টারভিউ অনুষ্ঠানে এসে C-Let বলেছেন, ভাইরাল শব্দটার তখন জন্ম-ই হয়নি যখন আমি ভাইরাল হয়েছিলাম। আমার 'মা' গান তার উদাহারণ আমি ফকির লাল মিয়াকে ভাইরাল হওয়ার জন্য ডিস করিনা কখনো। তিনি আরো বলেন, যখন তারা 'ছাতক সাইফার' রিলিজ করেছিলো আমি বাংলাদেশে ছিলাম, তখন আমার জীবনে পারিবারিক ও ব্যক্তিগত অনেক সমস্যা চলছিলো আমি মানসিক ভাবে ভেঙ্গে পড়েছিলাম গানটি শুনে এম