ফুহাদ শাফি বাংলা হিপহপ এর এক উদীয়মান তরুণের নাম যার কন্ঠে প্রকাশ পেয়েছে আগুনঝরা দুপুরে মতো কঠিন বাক্য যা এর আগে বাংলা হিপহপে খুব কম র্যাপারাই করতে পেরেছেন সবাই এই ধরনের গান লিখতে পারে না সবার মধ্যে ঐ অদম্য শক্তি থাকে না থাকবেই বা কি করে এটা তো সৃষ্টিকর্তার কাছ থেকেই আসে আর তেমনই এসেছে ফুহাদ শাফির কাছে। প্রথমে মানুষ সর্বশ্রেষ্ঠ, এর পরে মানবনীতি, আর এখন যুদ্ধে চল। এই তিনিটি গানেই ফুটে উঠেছে বর্তমান সমাজের চিত্র মানুষের অধপতনের কথাও তুলে ধরেছেন ফুহাদ। যুদ্ধে চল গানের কথা লিখেছেন ফুহাদ নিজেই গানটির অডিওর করেছেন Andronyx, সিনেমেটোগ্রাফার ছিলেন আবরার জাহিন। ফুহাদ তার গানে বলেন, "আত্মা খুশি জীবন যাপন শান্তি ময়ী তৃপ্তি সাধন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই কিন্তু আপন জন" তার সাথে কথা বলে জানা যায় যে, তিনি এই ধরনের গান করতে পছন্দ করেন সমাজে যে কালো আবরণ পড়েছে সেটা তুলে ফেলতে চান সবাই নির্বিশেষে মানুষ এটা বুঝতে চান কারন এটা এখন সবাই ভুলে গেছে। তিনি আরো বলেন, সমাজে এখন খুন, চিনতাই, চুরি, গরিবের হক মেরে খাওয়া এইগুলো ব্যপকভাবে ছড়িয়ে পরেছে এইগুলোকে বন্ধ না করতে পারলে সমাজ পরিনত হবে রাক্
টেকনাফ থেকে তেতুলিয়া আমাদেরকে পড়ে পুরো বাংলা