Skip to main content

Posts

Showing posts from July, 2022

বের হয়েছে ফুহাদের যুদ্ধে চল - Bangla Beat

ফুহাদ শাফি বাংলা হিপহপ এর এক উদীয়মান তরুণের নাম যার কন্ঠে প্রকাশ পেয়েছে আগুনঝরা দুপুরে মতো কঠিন বাক্য যা এর আগে বাংলা হিপহপে খুব কম র‍্যাপারাই করতে পেরেছেন সবাই এই ধরনের গান লিখতে পারে না সবার মধ্যে ঐ অদম্য শক্তি থাকে না থাকবেই বা কি করে এটা তো সৃষ্টিকর্তার কাছ থেকেই আসে আর তেমনই এসেছে ফুহাদ শাফির কাছে। প্রথমে মানুষ সর্বশ্রেষ্ঠ, এর পরে মানবনীতি, আর এখন যুদ্ধে চল। এই তিনিটি গানেই ফুটে উঠেছে বর্তমান সমাজের চিত্র মানুষের অধপতনের কথাও তুলে ধরেছেন ফুহাদ। যুদ্ধে চল গানের কথা লিখেছেন ফুহাদ নিজেই গানটির অডিওর করেছেন Andronyx, সিনেমেটোগ্রাফার ছিলেন আবরার জাহিন। ফুহাদ তার গানে বলেন, "আত্মা খুশি জীবন যাপন শান্তি ময়ী তৃপ্তি সাধন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই কিন্তু আপন জন" তার সাথে কথা বলে জানা যায় যে, তিনি এই ধরনের গান করতে পছন্দ করেন সমাজে যে কালো আবরণ পড়েছে সেটা তুলে ফেলতে চান সবাই নির্বিশেষে মানুষ এটা বুঝতে চান কারন এটা এখন সবাই ভুলে গেছে। তিনি আরো বলেন, সমাজে এখন খুন, চিনতাই, চুরি, গরিবের হক মেরে খাওয়া এইগুলো ব্যপকভাবে ছড়িয়ে পরেছে এইগুলোকে বন্ধ না করতে পারলে সমাজ পরিনত হবে রাক্

আমার ডিপ্রেশন এসেছে নোমানের কন্ঠে - Bangla Beat

মানুষ যখন খারাপ সময় পাড় করে তখন এক ধরনের একাকিত্ব চলে আসে। তখন শুধু একা থাকতে মন চায় যেন মানুষের সাথে মিশতে অনেক অস্বস্থিকর মনে হয়। অন্ধকার ভালো লাগে তখন আর এটাকেই মনোবিজ্ঞানীরা নাম দিয়েছেন ডিপ্রেশন। আর এই ডিপ্রেশন থেকে অনেকেই বের হতে পারেন না, কেউ বেচে নেন নেশা করা কেউবা বেচে আত্মহত্যার মতো জঘন্য পথ। আর এই একাকিত্ব যখন গ্রাস করে নেয়,তখন চার দিকে অন্ধকার লাগে এটাই ডিপ্রেশন।আর এই ডিপ্রেশন বাস করে মানুষের মনে যা ওপর থেকে কাউকে বোঝাতে পারে না।আর সেটাই তুলে ধরলেন নোমান আরাফ তার নতুন গান আমার ডিপ্রেশন এর মাধ্যমে। গানটির কথা লিখেছেন নোমান নিজেই অডিওর কাজ করেছেন এমজি সুমন আর গানটির সিনেমেটোগ্রাফার ছিলেন খান সাহেব। নোমান আরাফের সাথে কথা বলে জানা যায়, তিনি এই গান ডিপ্রেশনে থাকা মানুষগুলোর জন্য করেছেন যেন সবাই এটা বুঝতে পারে দিন শেষে কোনো না কোনো একটা সময় ডিপ্রেশন থাকবে না এটা চলে যাবে। তিনি আরো বলেন আমি যখন খুব ডিপ্রেশনে চলে যাই তখন ডিপ্রেশন নিয়ে না ভেবে আমি এটা থেকে বের হবার উপায় খুজি অনেক সময় তো আমি গানও লিখে ফেলি। নোমান আরো বলেন, ডিপ্রেশন একটা কালো ছায়া ঠিক যেমন সূর্য কে মেঘে ঢেকে দিয়ে