Skip to main content

Posts

Showing posts from October, 2021

এবার 'O Yea Bangladesh' কে অশ্রাব্য ভাষায় গালাগালি করে সমালোচিত Saif khan এবং Golam Rabby

গত কাল ১১-ই অক্টোবর প্রকাশিত বাংলা হিপহপের এক Exposed Rapper "গোলাম রাব্বির" অনলাইন প্রতারণা ও মিথ্যাচার জনসম্মুখে আসলে ক্ষেপে যান সে সহ তাকে পিছন থেকে ইন্দন দেয়া তার বন্ধু সাইফ খান। সাইফই যে সব নাটের গুরু এ সংবাদ ইতোমধ্যে টিম বাংলা বিটের কাছে এসেছে তারই নিকট বন্ধুর থেকে। তিনি নাম গোপন করার অনুরুধ জানিয়ে বলেছেন, "সাইফই সব করিয়েছে, আর যেটা করছে সেটা একদমই ঠিক হইনি"।  আর তা নিশ্চিত করা যায় গতকাল সাইফের দেয়া এক ফেইসবুক পোস্টে হুমকি ধামকি দেয়ার মাধ্যমে। তার পোস্টটি অশ্রবণীয় হওয়ায় আমরা দিতে পারছি না। 'O yea Bangladesh' কে পাতি ইউটিউবার সহ, খান হেলাল বানিয়ে ছেড়ে দিবেন এমন হাস্যকর কথাবার্তা ছিল সে পোস্টে। এমনকি আমাদের মতো এমন নিউজ পোর্টাল তার পকেটে ২-৪ টা সবসময়ই থাকে বলে দাবি করে। এক কমেন্টে সাইফ বলে "O Yea Bangladesh" হিপহপ তোমার জন্য নয় তুমি গিয়ে হিরো আলমের ইন্টারভিউ নাও"।  বোঝাই যাচ্ছে সাইফ মানুষকে হিপহপ থেকে দূরে সড়িয়ে দেয়ার চেষ্টা করছে, যাতে করে নতুন কেউ বাংলা হিপহপে না আসে এবং দূরে সরে যায়। খবর নিয়ে জানা যায় সাইফ খানের শিক্ষাগত যোগ্যতা, ভিউস ব...

বাংলা হিপহপের এক কলঙ্কের নাম গোলাম রাব্বি ওরফে Gunshot Player - Bangla Beat

কিছু মানুষ আছে যারা যে থালায় খায়, সেই থালায় পেশাব করে। অর্থাৎ অকৃতজ্ঞ, অমানুষ। এমন-ই একজনের নাম গোলাম রাব্বি। ১ মাস আগে বাংলাদেশের হিপহপ রিলেটেড একটি জনপ্রিয় ইউটিউব চ্যানেল "O Yea Bangladesh" এ ইন্টারভিউতে ডাকা হয় তাকে। সেখানে তাকে প্রশ্ন করা হয় তার পছন্দের আর্টিস্ট কারা, উত্তরে সে নাম বলার সাথে সাথে অনেক অপ্রাসঙ্গিক বিষয় বলে সমালোচনায় পরেন। উল্লেখযোগ্য "BD Rappers রা NYC থেকে সব কপি করে"।  কিন্তু সমস্যা তখনই বাধে যখন তার এসকল অপ্রাসঙ্গিক কথার জন্য সে দোষ চাপিয়ে দেয় "O yea Bangladesh" চ্যান্যালের ঘাড়ে। একটি ফেইবুকে পোস্টে সে বলেন, O Yea Bangladesh -এ আমি যে ইন্টারভিউ দিয়েছি সেটা ছিল ২ ঘন্টার। কিন্তু "O yea Bangladesh" থেকে আজ একটি ভিডিও আসে এ বিষয়ে, যেখানে দেখা যায় সম্পূর্ণ ভিডিওটি ছিল ১৭ মিনিট ৩০ সেকেন্ডের (Uncut)। সে আরো বলে, দেশে অনেকে আর্টিস্টরাই নতুন Style Create করেছে, ভাল কাজ করছে এসব নাকি সে Interview তে বলেছিল। যার সত্যতার ছিটাফোঁটাও আজকের Uncut ভিডিওতে দেখা যায় নি। পরর্বতীতে কেউ ইন্টারভিউতে গেলে কি করতে হবে, এটাও সে পোস্টে জানায়। অনেকের...