Skip to main content

Posts

Showing posts from January, 2021

সিলেটে এবার প্রথমবারের মতো নুরুল আমিন জনির ভৌতিক শর্ট ফিল্ম "ডরাই" - Bangla Beat

প্রশ্ন যদি উঠে সিলেটের প্রথম ইউটিউব ব্লগার কে বা কে প্রথম সিলেটি ভাষায় ব্লগ শুরু করেছিলো নিসন্দেহে নাম একটাই আসবে আর সেটা ইউটিউবার নুরুল আমিন জনি প্রথমে তিনি শুরু করেছিলেন ব্লগ দিয়ে এরপর Prank call -ও করেন তবে এবার আসলে একটু অন্যরকম কিছু নিয়ে উপস্থিত হয়েছেন জনি সিলেটে এই প্রথম তিনিই প্রকাশ করেছেন ভৌতিক শর্ট ফিল্ম যার নাম "ডরাই" এর আগে কোনো সিলেটি ইউটিউবার এমন শর্ট ফিল্ম করেন নি, তার সাথে কথা বলে জানা যায় যে, এই শর্ট ফিল্ম এর আরো পর্ব আসবে সামনে। শর্ট ফিল্মটি জনির ইউটিউব চ্যানেল JONY'S VLOG এ প্রকাশ পেয়েছে জনি আরও বলেন আমার জন্য দোয়া করবেন যাতে আমি সামনে আরো ভালো ভালো কাজ করতে পারি, যে ভালোবাসা আমি আমার সিলেট থেকে পেয়েছি বা পাচ্ছি আমি সত্যি তাতে অনেক খুশি যা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না সবার প্রতি অনুরোধ রইলো আমার শর্ট ফিল্মটি দেখবেন এবং আমাকে সাপোর্ট করবেন যাতে এটা ধারাবাহিক রাখতে পারি Blogger: Jibon Ibn Ali © Bangla Beat 2018-21

আমি গর্বিত আমার উৎসাহ এসেছে নিজের দেশের আমার নিজের শিকড় থেকে - ফকির লাল মিয়া

আমাদের বাংলাদেশের অনেক র‍্যাপার যখন পপুলার হয়ে উঠেন তখন প্রায়ই বলতে শুনা যায় যে আমি এমিনেম এর গান শুনে র‍্যাপ শুরু করেছি কেউ বলে আমি Tupac এর গান শুনে র‍্যাপ শুরু করেছি অধিকাংশ আর্টিস্ট-ই এই রকম উদাহরণ দেন। তারা বলেন আমরা বিদেশি র‍্যাপারদের গান শুনে র‍্যাপ শিখেছি কিন্তু স্রুতের উল্টো দিকে যে যায় সেই তো মহা নায়ক বা কিংবদন্তি আর এমন-ই এক কিংবদন্তি র‍্যাপার লাখো মানুষের হৃদয়ের ভালোবাসার নাম ফকির লাল মিয়া সম্প্রতি একটি ফেইসবুক স্ট্যাটাসে লেখেন "আঙ্গুর" গানের পিছনের কথা বলেন আমি এই গানটি লিখেছি বিখ্যাত লেখক মানিক বন্দোপাধ্যায়ের একটি কবিতা থেকে যার নাম ছিলো "ঝড়ের পড়ে" তিনি আরো বলেন, আমি মূলত এই মানুষটার লেখা থেকে অনুপ্রাণিত হয়ে র‍্যাপ শুরু করেছি। আমাদের দেশের র‍্যাপার'রা বুক ফুলিয়ে বলেন তাদের উৎসাহ এসেছে বিদেশি র‍্যাপারদের দেখে, সেখানে? আমি গর্বিত আমার উৎসাহ এসেছে আমার নিজের দেশের নিজের শিকড় থেকে Blogger: Jibon Ibn Ali © Bangla Beat 2018-21

এবার বিয়ে করলেন সিলেটের জনপ্রিয় র‍্যাপ মিউজিসিয়ান পার্থ ভাই - Bangla Beat

সম্প্রতি বেশ কিছু দিন ধরেই আছেন বাংলাদেশে লম্বা ছুটি নিয়ে এসেছেন প্যারিস থেকে ব্যাবসা প্রতিষ্ঠান সব ছেড়ে কয়েকটা দিন কাটাবেন শিকড়ের সাথে নিজ দেশে জন্মভূমিতে কিন্তু শুধুই কি প্রতিবারের মতো এবারও বেড়াতে এসেছেন? উত্তরটা হলো না বেড়ানোর সাথে সাথে জীবনের দ্বিতীয় ইনিংসও শুরু করতে দেশে এসেছেন বাংলাদেশি হিপহপ আর্টিস্ট পার্থ ভাই হ্যা বিয়ে করতেই এসেছেন দেশে গেল বছর সিলেটের ইউটিউবার নুরুল আমিন জনির এক ইন্টারভিউতে এসে বলেন খুব শিগগিরী বিয়ে করবেন তিনি আর এক বছর পরই করলেন বিয়ে। নিজের ফেইসবুক প্রোফাইলে পোস্ট করেন বলেন, "জীবনের দ্বিতীয় অধ্যায় শুরু করলাম আমি আর আমার স্ত্রী অনুপা, ওকে নিয়ে যেন সারা জীবন সুখে কাটাতে পারি দোয়া করবেন" মিউজিক এর মাধ্যমে চেনে পুরো সিলেটের মানুষ পার্থ ভাইকে তবে ভুল হবে এখন বলতে হয় পুরো বাংলাদেশের হিপহপ ভক্তরা চেনে সিলেটের এই বিষ্ময়'কে তবে কোনো সময় বলেনন আমার গান শুনে যারা তারা আমার ফ্যান বলেছেন তারা আমার ভাই-ব্রাদার আমার কোনো ফ্যান নেই সব শেষে বলতে হয় এমন মানুষ-ই ভালোবাসা পাওয়ার যোগ্য শুভ কামনা ও অভিনন্দন পার্থ ভাই Blogger: Jibon Ibn Ali © Bangla Beat 2018-21

পার্থ ভাই একজন ভালো মানুষ কিন্তু তাকে কেউ দেখতে পারে না - Rapper Bion

পার্থ ভাই মানুষ হিসাবে অনেক ভালো একজন ব্যক্তি কিন্তু মানুষ উনাকে ভালোবাসে না এর কারন হলো উনাকে কেউ কাছে থেকে চেনে না যারা উনার কাছের মানুষ তারাই জানে উনি কেমন মানুষ কথাগুলো বলেছিলেন জনপ্রিয় বাংলাদেশী হিপহপ আর্টিস্ট Rapper Bion তিনি আরো বলেন, বাংলার বাশ এমন একটি গান যা বাংলাদেশের সব মানুষের কাছেই ভালো লেগেছে এই গান আসলে জনগণের ভিতরে লুকিয়ে থাকা কথা সমাজে ঘটে যাওয়া নানা ভাইরাল বিষয় যারা তৈরী করছিলো তাদেরকে মূলত ডিস করা হয়েছে এই গানে Bion বলেন যারা কোনো দিন র‍্যাপ গান-ই শুনে নাই তারাও এই গান শুনেছে কারন এটা তাদের ভিতরের কথা ছিল তাই সব শেষে তিনি বলেন আমার নতুন একটা অ্যালবাম বের হতে যাচ্ছে নাম 'রিটার্ন' খুব জলদি বের হবে অ্যালবামটি সবাই সাপোর্ট করবেন আশাকরি এসব কথা তিনি প্রবাসী বাংলাদেশি ইউটিউবার নাজমুল হুদার একটি ইন্টারভিউতে এসে বলেন Blogger: Jibon Ibn Ali Bangla Beat 2018-21