Skip to main content

Posts

Showing posts from September, 2019

এবার নাসায়ও পৌছে গেল সিলেটী- Bangla Beat

এবার নাসায়ও পৌছে গেল সিলেটী যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণার প্রতিষ্ঠান নাসায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে নিয়োগ পেয়েছেন সিলেটের মেয়ে মাহজাবিন হক। মাহজাবিন-ই একমাত্র বাংলাদেশী নারী যিনি নাসায় নিয়োগ পেয়েছেন, তার পিতা সৈয়দ এনামুল হক পূবালী ব্যাংক লি. এর সিনিয়র প্রিন্সিপাল অফিসার। তাদের  গ্রামের বাড়ি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার কদমরসুল গ্রামে। তিনি  এ বছরই মিশিগান রাজ্যের ওয়েন স্টেইট ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিংয়ে উচ্চতর ডিগ্রী সম্পন্ন করেছেন।  পেইন্টিং ডিজাইনে  পারদর্শী হওয়ার সুবাদে  ২০০৯ সালে পিতা-মাতার সাথে যুক্তরাষ্ট্রে যান। কারেজ কারনে তার বাবা সিলেটে অবস্তান করলেও মা  ফেরদৌসী চৌধুরী সাথে  একমাত্র ভাই সৈয়দ সামিউল হক তার সাথেই  যুক্তরাষ্ট্রে  থাকেন। সৈয়দ সামিউল হক   একজন ইউএস আর্মি কর্মকর্তা।  তারা সিলেট নগরীর কাজীটুলাস্থ হক ভবনের স্থায়ী বাসিন্দা। নাসা অ্যামাজন সহ বিশ্বের অনেক খ্যাতনামা কোম্পনী থেকে তিনি চাকরির অফার পেয়েছেন। কিন্তু এর মধ্যে নাসাকেই বেছে নেন তিনি।  আর সাথে বাড়িয়ে দিলেন সিলেটের সম্মান। সিলেট'কে আরেক দফায় Worldwide করে দিলে