Skip to main content

Posts

Showing posts from June, 2021

Single Forever নাটকে পার্থ ভাইয়ের গান - Bangla Beat

সম্প্রতি গত ২ জুন প্রকাশ পেয়েছে বাংলাদেশের জনপ্রিয় টিভি চ্যানেল বাংলা ভিশনে ফারহান আর. মুশফিক এর একটি নাটক যেটির শিরোনাম ''Single Forever" আর সেই নাটকে গান করেছেন সিলেটের ছেলে পার্থ ভাই বাংলা র‍্যাপ গান দিয়ে বুঝিয়েছেন এই নাটকে যে বাংলা র‍্যাপ একটু হলেও আগের থেকে মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠছে আর মানুষ এটাকে এখন পছন্দও করে। এর আগে যদিও বাংলা র‍্যাপ নাটকে রাখা হয়েছে কিন্তু সিলেটি র‍্যাপার হিসেবে এই প্রথম র‍্যাপার হলেন পার্থ ভাই সিলেট থেকে এর আগে এটা আর কেউ করেনি, দেশের শীর্ষ একটি টিভি চ্যানেলের সাথে কাজ করা আসলেই অনেক পরিশ্রমের ফল বলা যায় কারন এতো সহজে কিন্তু কেউ এই ধরনের কাজ পায় না এর আগেও পার্থ ভাইয়ের বেশ কিছু গান বাংলাদেশে আলোড়ন তৈরি করেছে সেগুলোর মধ্যে সোনার বাংলা, বিবেকের কাছে প্রশ্ন, অন্ধের দেশ এগুলো বেশী জনপ্রিয় হয়েছে এই গান গুলো মধ্যে তিনি বাংলাদেশের যত অরাজকতা আছে সব তুলে ধরে ছিলেন তবে সপ্ন ভাঙ্গার গল্প বা বৈরাগী মন গানও কিন্তু মানুষ অনেক পছন্দের তালিকায় রেখেছে। সবশেষে বাংলা বিট পরিবারের পক্ষ থেকে অভিনন্দন জানাই পার্থ ভাইকে Blogger: Jibon Ibn Ali