সিলেটি আন্ডারগ্রাউন্ড হিপহপ এ শ্রাবণ মানেই নতুন কিছু। সবসময়ই চেষ্টা করেন নতুন কিছু নিয়ে আসতে। এবারও তার ব্যাতিক্রম হয় নি। তার নতুন গানের চমক নিয়ে তিনি গত ২০ শে মার্চ হাজির হয়েছিলেন। সাথে ছিলো আরও দুজন প্রতিভাবান শিল্পী। তাসনিম তালেবি এবং ভারতের আসাম থেকে ইমতি ইয়াংগার। কিন্তু গানের মানানুযায়ী ভিউজ না আশাতে তারা কিছুটা হতাশ হয়েছেন। এ বিষয়ে শ্রাবণ বলেন, " হ্যাঁ আমি এবং আমার পুরো টিম কিছুটা হতাশ হয়েছে, কিন্তু মন খারাপের কিছু নেই। কারণ, তা আমার জন্য নতুন না। আর গানের ভিউজ দেখে যদি র্যাপ করতাম তো হিপহপ অনেক আগেই ছাড়তাম। আর আন্ডারগ্রাউন্ড হিপহপ এ ভাই গিরি না থাকলে কেউ কারোও গান দেখেও না। কোয়ালিটি যতই ভালো দেন না কেনো। আমি গর্বিত এই দুচারটা ভিউজ নিয়ে। কারণ তা organic. " শ্রাবণ বলেন যে, বর্তমানে আন্ডারগ্রাউন্ড র্যাপার'রা টপক্লাস আর্টিস্টদের প্রায় পা চাটা গোলাম কিন্তু সে সেটা হতে চায় না আর এজন্য যদি তার গানে ভিউজ না আসে তাতেও কোনো সমস্যা নেই তার আর ভিউজ দিয়ে যোগ্যতা মাপা যায় না
টেকনাফ থেকে তেতুলিয়া আমাদেরকে পড়ে পুরো বাংলা