Skip to main content

Posts

Showing posts from October, 2020

তরুণদের কাছে জনপ্রিয় কিবরিয়া রিফাত জি.কে - Bangla Beat

 গভীরে গানটি যদিও বেশ জনপ্রিয় হয় কিন্তু এর অনেক আগে থেকে গানের জগতে পা রেখেছিলেন কিবরিয়া রিফাত তার গানের প্রতিটি লাইন শ্রোতাদের মনে লাগে  নিজের গানের কথা ও সুর নিজেই করেন সাথে থাকে বিভিন্ন র‍্যাপারের র‍্যাপও তার জনপ্রিয় বেশ কয়েকটি গান রয়েছে এর মধ্যে গভীরে, স্বপ্ন, লাশ, ভালো আছি, অকারণে মন, জন্মদাতা তবে সব থেকে বেশি শুনেছেন গভীরে গানটি এই গানের ইউটিউবে দেখেছেন ২মিলিয়ন ভিউয়ার তার সহযোগী আর্টিস্ট ছিলেন Mcc-e-Mac বাংলাদেশের তরুণ শ্রোতাদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠছেন দিন দিন টুকরো তার নতুন গান আসছে খুব শিগগিরী তবে কোনো নির্দিষ্ট সময় দেন নি জি.কে ©Bangla Beat 2018-20

ডেটস র‍্যাপস্টার এর বিচারক'দের চাইতেও ভালো র‍্যাপার বাংলাদেশে আছে - পার্থ ভাই

বাংলাদেশের একটা র‍্যাপ মিউজিক এর কম্পিটিশন শো নিয়ে এবার কথা বললেন পার্থ ভাই, তিনি বলেন বাংলাদেশের ডেটস র‍্যাপস্টার এর বিচারক'দের চাইতেও ভালো ভালো র‍্যাপার আছে বাংলাদেশে উদাহরণ হিসেবে বলেন দেখুন জি আর তন্ময় 'কে একটা রাউন্ড থেকে বের করে দেয় অথচ সারা বাংলাদেশের হিপহপ ইন্ডাস্ট্রি জানে তন্ময় কত বড় লেভেলের র‍্যাপার কারন তার কাজের দিকে থাকালেই বুঝা যায় সেটা তিনি আরো বলেন, "যে র‍্যাপার বাংলা র‍্যাপ এর চাইতে বেশি ইংরেজি র‍্যাপ করে সে বাংলা র‍্যাপার খোজার মতো একটা শো' তে বিচারক কিভাবে হয়" ফকির লাল মিয়া ইস্যুতে এক প্রশ্নের উত্তরে বলেন যে, ফকির লাল মিয়ার গানের একজন ভক্ত আমি তবে আমি উনার ব্যাক্তি জীবন পছন্দ করি না তবে যদি কোনো দিন সামনা সামনি দেখা হয় উনার সাথে আমি অবশ্যই সালাম দিবো হাত মেলাবো কারন উনি আমারে যদি ঐদিন সাপোর্ট করতেন তবে আজকে যেই পার্থ ভাইকে আপনারা দেখছেন সেই পার্থ আমি হতে পারতাম না সবাই বলতো পার্থ লাল মিয়ার প্রমোটে উপরে উঠছে। এই সব কথা আজ সিলেটের জনপ্রিয় ইউটিউবার নুরুল আমিন জনি এবং নিউইয়র্ক প্রবাসী ইউটিউবার নাজমুল হুদা সাথে এক ফেইসবুক লাইভে বলেন তিনি Blogger: Jib